ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচদিনের সফরে কেনিয়া গেলেন পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১৩:১৩, ১২ নভেম্বর ২০১৯

পাঁচদিনের সফরে কেনিয়া গেলেন পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠেয় ২৫তম জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পাঁচদিনের সফরে কেনিয়া গেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মন্ত্রী ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শাহেদুর রহমান। তিনি জানিয়েছেন, মন্ত্রী কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠেয় ২৫তম জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে (আইসিপিডি) যোগদান করবেন। সেখানে তিনি ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০’ অর্জনে করণীয় দিক নিয়ে আলোচনা করবেন। তাতে বাংলাদেশের অর্জন ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাধা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন। আগামী ১৬ নবেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।
×