ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেঙ্গালুরুতে বাংলাভাষী কাজের লোক না রাখার নির্দেশ

প্রকাশিত: ১০:৩৭, ৮ নভেম্বর ২০১৯

 বেঙ্গালুরুতে বাংলাভাষী  কাজের লোক না রাখার নির্দেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ এবার ভারতের বেঙ্গালুরুতে বসবাস করা অবৈধ নাগরিকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। সেখানকার বিভিন্ন এ্যাপার্টমেন্টে বাংলাভাষী চিহ্নিতকরণের কাজ চলছে। এ্যাপার্টমেন্টের বাঙালী বাসিন্দাদের ধরেই অন্য সব বাঙালীর ভৌগোলিক অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এর জেরেই আতঙ্কিত সেখানকার বাংলাভাষী শ্রমিকরা। এনডিটিভি। আটক অনেকে নিজেদের পশ্চিমবঙ্গের বাসিন্দা দাবি করেন। কিন্তু যখন তাদের কাছে পশ্চিমবঙ্গে নির্দিষ্ট অবস্থানের কথা জানতে চাইলে তারা বলতে পারেন না। বলা হচ্ছে, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা তাদের অবস্থান নিয়ে তাড়াতাড়িই উত্তর দেবেন। কিন্তু যারা বাংলাদেশের, তারা এ রাজ্যের (পশ্চিমবঙ্গের) নির্দিষ্ট স্থান সম্পর্কে বলতে গিয়ে অসুবিধায় পড়ছেন। বলছেন, বেঙ্গলি এ্যাসোসিয়েশনের সদস্যরা। স্থানীয় মুনেকোল্লার একটি এ্যাপার্টমেন্টের এক বাঙালী বলেন, ভাষা প্রায় এক। অনেক সময় তা নিয়েই সমস্যা তৈরি হচ্ছে। ফলে জিজ্ঞাসাবাদই একমাত্র উপায় বলেই মনে করছেন তারা।
×