ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে নুসরাতের দুই বান্ধবীর আবেদন মঞ্জুর

প্রকাশিত: ১০:৪৯, ৩১ অক্টোবর ২০১৯

 ওসি মোয়াজ্জেমের  বিরুদ্ধে সাক্ষ্য  দিতে নুসরাতের  দুই বান্ধবীর আবেদন মঞ্জুর

কোর্ট রিপোর্টার ॥ যৌন হয়রানি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেয়ার মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নুসরাত জাহান রাফির দুই বান্ধবীসহ ৩ জনের সাক্ষ্য দেয়ার আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। এরা হলেন, নুসরাতের দুই বান্ধবী নাসরিন সুলতানা ফুর্তি ও নিসাত সুলতানা এবং সিআইডির ফরেন্সিক কর্মকর্তা মোহাম্মাদ বাদী। বুধবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম উল্লেখিত ৩ জনের সাক্ষ্য গ্রহণের আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আবেদন মঞ্জুর করে আগামী ৪ নবেম্বর তাদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা সাক্ষ্য দেয়ার জন্য ট্রাইব্যুনালে হাজির হন। তবে রাষ্ট্রপক্ষে নুসরাতের দুই বান্ধবীসহ ৩ জনের সাক্ষ্য গ্রহণের আবেদন করায় এদিন তার সাক্ষ্য গ্রহণ হয়নি।
×