ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাঁতারুকে শাস্তি দেয়ার ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০৮:০১, ২৯ অক্টোবর ২০১৯

সাঁতারুকে শাস্তি দেয়ার ঘটনায় তদন্ত কমিটি

স্পোর্টস রিপোর্টার ॥ সাঁতারু নির্যাতনের অভিযোগ তুললেও জাপানি কোচ তাকেও ইনোকির বাংলাদেশ ছাড়ার নেপথ্যে তাইওয়ানের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। এদিকে সাঁতারু নির্যাতনের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। আর এসএ গেমসে ভাল করে ফেডারেশনের আস্থার প্রতিদান দিতে চান নতুন কোচ ইউরিকাজু তামায়ামা। সাঁতারুদের নির্যাতনের অভিযোগ তুলে হঠাৎ করেই বিদায় নেন কোচ তাকেও ইনোকি। এসএ গেমসের আগ মুহূর্তে জাপানি এই কোচের এমন কাণ্ডে বিপাকে পড়ে ফেডারেশন। ইনোকির পরিকল্পানা বাস্তবায়নে তাই তড়িঘড়ি করে তারই স্বদেশী সহকারী ইউরিকাজু তামায়ামাকে জাতীয় সাঁতার দলে হেড কোচের দায়িত্ব দেয় সাঁতার ফেডারেশন। নতুন দায়িত্ব নিয়ে খুশি তামায়ামা। তিনি বলেন, এসএ গেমসের আগ মুহূর্তে ইনোকির চলে যাওয়াটা দুঃখজনক। ওর সাজানো পরিকল্পনা অনুযায়ী ক্যাম্প পরিচালনার চেষ্টা করবো। আর আমাকে এই দায়িত্ব দেয়ার জন্য ফেডারেশন ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। আশা করি এর প্রতিদান দিতে পারবো। এদিকে নির্যাতনের ঘটনা তদন্তে ক্যাম্প প্রধান লেঃ কমান্ডার এসএম মাহদী উল হাসানের পরিবর্তে নৌ বাহিনীর দুই কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করেছে ফেডারেশন। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে নতুন কমিটিকে। আর জাইকার সহায়তায় আরও একজন বিদেশী কোচ আনার চেষ্টা চালাচ্ছে ফেডারেশন। যে ঘটনাকে কেন্দ্র করে এত হইচই, সেই সাঁতারু নির্যাতনের বিষয়টিকে এতটা গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশী কোচ গোলাম মোস্তফা। তার দাবি- তাইওয়ানের কোচ হতেই ঢাকা ছেড়েছেন ইনোকি। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে এসএ গেমসের ২২ সদস্যের চূড়ান্ত দল জমা দিয়েছে সাঁতার ফেডারেশন। কাঠমান্ডু গেমসে পুলে নামার অপেক্ষায় ৯ নারী ও ১৩ পুরুষ সাঁতারু।
×