ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুনাফার বেশি লভ্যাংশ দেবে এসিআই ফর্মুলেশন

প্রকাশিত: ১১:৫০, ২৭ অক্টোবর ২০১৯

 মুনাফার বেশি লভ্যাংশ দেবে এসিআই ফর্মুলেশন

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই ফর্মুলেশনসের ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় ১৩ কোটি টাকা মুনাফা হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ ওই অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ১৬ কোটি টাকা বা মুনাফার ১২১ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ২১ শতাংশ কোম্পানির রিজার্ভ থেকে দেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এসিআই ফর্মুলেশনসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি ২.৯০ টাকা হিসেবে মোট ১৩ কোটি ৫ লাখ টাকা মুনাফা হয়েছে। তবে শেয়ারহোল্ডারদের মাঝে ৩৫ শতাংশ বা শেয়ার প্রতি ৩.৫০ টাকা হিসাবে মোট ১৫ কোটি ৭৫ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরণ করা হবে। অর্থাৎ মুনাফার ১২১ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করা হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ২ কোটি ৭০ লাখ টাকা বা ২১ শতাংশ কোম্পানির রিজার্ভ থেকে দেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×