ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চায়ের সঙ্গে খাওয়া যাবে কাপও

প্রকাশিত: ১০:১২, ২৬ অক্টোবর ২০১৯

 চায়ের সঙ্গে খাওয়া যাবে কাপও

অভিনব সব জিনিস আবিষ্কার হচ্ছে প্রতিদিনই। এসব আবিষ্কারে থাকে চমক। চলছে পরিবেশবান্ধব জিনিসপত্র তৈরি করার প্রচেষ্টাও। তবে এবার অভিনব এক জিনিস তৈরি করে সবাইকে চমকে দিয়েছে ভারতের হায়দ্রাবাদের একটি সংস্থা। সংস্থাটি তৈরি করেছে এমন একটা চায়ের কাপ, যা খেয়ে ফেলা যাবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কাপে থাকবে চা। আর সেই চা শেষ হওয়ার পর কামড় দিয়ে খেয়ে ফেলতে পারবেন কাপটাও। ঠাণ্ডা কিংবা গরম, যেকোন পানীয় খাওয়া যাবে সেই কাপে। প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে এই কাপ। নাম দেয়া হয়েছে ইট কাপ (eat cup)। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই সংস্থাটি এমন উদ্যোগ নিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। -এনডিটিভি
×