ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে ডাকাতি ॥ ৮ লাখ টাকার মাল লুট

প্রকাশিত: ০৯:৩৮, ২৬ অক্টোবর ২০১৯

 আড়াইহাজারে ডাকাতি ॥  ৮ লাখ টাকার  মাল লুট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজার উপজেলার ইউনিয়নের সুলপান্দি ও ডহরমারুয়াদী এলাকার ব্যবসায়ী দীল মোহাম্মদ ও হাসেম মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ও কুপিয়ে আহত করে টাকা, স্বর্ণালঙ্কারসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানায়, ইউনিয়নের সুলপান্দি এলাকার কাপড় ব্যবসায়ী দীল মোহাম্মদের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদল ভবনের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে গৃহকর্তার ছেলে ওসমানকে গলায় রামদা ধরে এবং বাড়ির অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ৫ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ ৮ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহরমারুয়াদী এলাকার হাসেম মিয়ার বাড়ির জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। পরে তারা গৃহকর্তা হাসেম (৩৮) ডাক-চিৎকার করতে থাকলে ডাকাতদল তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসলে ডাকাতদল মালামাল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত হাসেমকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
×