ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় পেট্রোলের আগুনে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৫, ২৪ অক্টোবর ২০১৯

দক্ষিণ আফ্রিকায় পেট্রোলের আগুনে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ অক্টোবর ॥ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেয়া পেট্রোলের আগুনে শিবচরের ইমরান খলিফা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত ইমরানের লাশ দ্রুত দেশে ফেরত আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা। জানা গেছে, জীবিকার তাগিদে দেড় বছর আগে শিবচরের দ্বিতীয়াখ- ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি গ্রামের কৃষক দুদু মিয়া খলিফা জমি বিক্রি করে ও টাকা ধার করে প্রায় ৭ লাখ টাকা দিয়ে একমাত্র ছেলে ইমরানকে দক্ষিণ আফ্রিকা পাঠায়। সে দক্ষিণ আফ্রিকার ওরেঞ্জফার্ম এলাকায় দোকান করত। সোমবার রাতে বন্দুকধারী একদল ডাকাত এসে হানা দেয় তার দোকানে। ডাকাতি শেষে দোকান আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতেরা। আগুনে দগ্ধ হয় ইমরান ও আহত হয় আব্দুর রহিম নামে শিবচরের আরও এক যুবক। অন্য দেশের প্রবাসীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোরে ইমরান মারা যায়। ইমরানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারি চলতে থাকে। নিহত ইমরান শিবচর উপজেলার দ্বিতীয়াখ- ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি এলাকার দুদু মিয়া খলিফার ছেলে। পেইনলেস নরমাল ডেলিভারি আপডেট শীর্ষক সেমিনার মঙ্গলবার ইমপাল্স হাসপাতালে ‘পেইনলেস নরমাল ডেলিভারি আপডেট’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের পোর্টিয়নকুলা ইউনিভার্সিটি হাসপাতালের’ সিনিয়র কনস্যালটেন্ট ডাঃ কাজী নাফিজা হামিদ ও ইমপাল্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ জাহীর আল-আমীন এবং ইমপাল্স পেইনলেস ডেলিভারি টিমের বিষেশজ্ঞ চিকিৎসকরা। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ জাহীর আল-আমিন বলেন, সিজারিয়ান কোন মতেই স্বাভাবিক প্রসবের বিকল্প হতে পারে না। আধুনিকতার নিরিখে প্রসবের সময় ব্যথাও কোনমতে কাম্য নয়। এসব চিন্তা করেই আমরা গত বছর থেকে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি শুরু করেছি এবং যথেষ্ট সাফল্যও অর্জন করেছি। এই উদ্যোগকে আরও বেগবান এবং অত্যাধুনিক করতে বিদেশ থেকে সম্পূর্ণ বিশেষজ্ঞ টিম আনা হয়েছে যারা সপ্তাহব্যাপী এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন। যার ফলে আমাদের পেইনলেস ডেলিভারি নতুন করে বেগবান হয়। -বিজ্ঞপ্তি।
×