ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৈশভোজে অংশগ্রহণ

বাংলাদেশ সফরে জাপান সম্রাটকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

প্রকাশিত: ১১:১০, ২৪ অক্টোবর ২০১৯

বাংলাদেশ সফরে জাপান সম্রাটকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

জনকণ্ঠ ডেস্ক ॥ রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এ আমন্ত্রণ জানানো হয়। ২০২২ সালে অনুষ্ঠানটি উদযাপন করা হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে বলেন, মঙ্গলবার রাতে জাপানের রাজধানীতে ইম্পেরিয়াল প্যালেসে সম্রাট ও সম্রাজ্ঞী আয়োজিত অভিষেক পরবর্তী ভোজসভায় রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের এ আমন্ত্রণ জানান। সম্রাট নারুহিতো ও তার স্ত্রী তাদের প্রাসাদে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ৪শ’ অতিথিকে আপ্যায়ন করেন। মঙ্গলবার বিকেলে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের নতুন সম্রাট ১৭৪ দেশ ও অঞ্চলের প্রায় ২ হাজার নেতা ও প্রতিনিধির সামনে আনুষ্ঠানিকভাবে নিজেকে জাপানের ১২৬তম সম্রাট ঘোষণা করেন। ৮৫ বছর বয়সী এমেবিতাস আকিতো সিংহাসন ত্যাগের পর তার ৫৯ বছর বয়সী ছেলে নারুহিতো ১ মে জাপানের সম্রাট হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হন। ভোজসভার সময় নারুহিতো আনুষ্ঠানিক টোইলকোট ও মেডেল পরিধান করেন। মাসাকো সাদা রঙের লম্বা পোশাক ও একটি মুকুট পরেন। তারা জাপানী খাবার পরিবেশন করার আগে অতিথিদের শুভেচ্ছা জানান। প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি এ সময় সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি বিনিময় ও দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। জাপান বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী। দেশটি বাংলাদেশের আর্থ-সামজিক উন্নয়ন সহযোগিতা বাড়াচ্ছে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সম্রাট ও সম্রাজ্ঞীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এ সময় তার সঙ্গে ছিলেন। শিনজ আবের নৈশভোজে রাষ্ট্রপতি ॥ এদিকে বিডিনিউজ জানায়, জাপানের নতুন সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণ উপলক্ষে সফররত বিভিন্ন দেশের রাষ্ট্র-সরকার প্রধানদের সম্মানে দেশটির প্রধানমন্ত্রী শিনজ আবের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে ওই নৈশভোজ অনুষ্ঠিত হয়। এই হোটেলেই জাপান সফরের সময় অবস্থান করছেন আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এছাড়া শ্রীলঙ্কা, আফগানিস্তান, স্লোভাকিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।’ নৈশভোজে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও অংশ নেন। এর আগে বুধবার ইয়োকোহোমায় যান রাষ্ট্রপতি। সেখানে ইয়ামাসিতা পার্কের কাছে নোঙর করে রাখা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জাহাজ ‘হিকাওয়া মারু’ পরিদর্শন করেন তিনি।
×