ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় তিন দিনব্যাপী ‘প্রমিত উচ্চারণ কর্মশালা’

প্রকাশিত: ১২:৩২, ২২ অক্টোবর ২০১৯

শিল্পকলায় তিন দিনব্যাপী ‘প্রমিত উচ্চারণ কর্মশালা’

সংস্কৃতি ডেস্ক ॥ সৃজনশীল ও আনন্দময় ক্লাসরুম প্রতিষ্ঠায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ঢাকা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষকদের অংশগ্রহণে ‘প্রমিত উচ্চারণ কর্মশালা-২০১৯’ শীর্ষক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ২০-২২ অক্টোবর তিন দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আজ এ কর্মশালার শেষ দিন। প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত প্রমিত উচ্চারণ কর্মশালার প্রথম দিন ২০ অক্টোবর ২০১৯ রবিবার বাক যন্ত্রের ব্যায়াম, বর্ণমালার উচ্চারণ, উচ্চারণের সূত্র এবং লোকজ ছড়া বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মীর বরকত ও তামান্না তিথি, দ্বিতীয় দিন ২১ অক্টোবর সোমবার ভাব ও রস ও স্বর প্রক্ষেপণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং কর্মশালার শেষ দিন আজ ২২ অক্টোবর মঙ্গলবার নির্মাণ ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন মীর বরকত ও তামান্না তিথি। কর্মশালায় ঢাকা শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-মতিঝিল সরকারী বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল সরকারী বালিকা উচ্চবিদ্যালয়, আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, কমলাপুর স্কুল এ্যান্ড কলেজ ও রায়ের বাজার উচ্চ বিদ্যালয়।
×