ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবমেরিন ক্যাবলের মুনাফা বেড়েছে ৭০৭ গুণ

প্রকাশিত: ০৯:২২, ১৩ অক্টোবর ২০১৯

সাবমেরিন ক্যাবলের মুনাফা বেড়েছে ৭০৭ গুণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আগের অর্থবছরের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে ব্যবসায় মুনাফা বেড়েছে ৭০৭ শতাংশ। একইসঙ্গে বেড়েছে লভ্যাংশ ঘোষণার পরিমাণ কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে। সাবমেরিন ক্যাবলের ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৪৪ টাকা। যা ২০১৮-১৯ অর্থবছরে বেড়ে হয়েছে ৩.৫৫ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ৩.১১ টাকা বা ৭০৭ শতাংশ। মুনাফার এই উত্থানে সঙ্গে সঙ্গে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগের অর্থবছরের ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি ৩.৫৫ টাকা হিসেবে মোট ৫৮ কোটি ৫৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্য থেকে ১৬ শতাংশ বা শেয়ারপ্রতি ১.৬০ টাকা হিসাবে মোট ২৬ কোটি ৩৮ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরণ করা হবে। অর্থাৎ মুনাফার ৪৫ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করা হবে। বাকি ৩২ কোটি ১৬ লাখ টাকা বা ৫৫ শতাংশ রিজার্ভে রাখা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সাবমেরিন ক্যাবলের শেয়ার দর দাঁড়িয়েছে ১২২.৮০ টাকায়। ৫ম দফায় পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সিদ্ধান্ত অর্থনৈতিক রিপোর্টা ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ পঞ্চমবার বাড়ানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে আগামী ১৩ অক্টোবর থেকে থেকে ২৭ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে আরও ৪ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল।
×