ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড সফর

প্রকাশিত: ১২:১৪, ১০ অক্টোবর ২০১৯

নিউজিল্যান্ড সফর

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড অনুর্ধ-১৯ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। স্বাগতিক নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের আশা দেখে। কিন্তু সিরিজ জয়ের পর চতুর্থ ওয়ানডেতেই হার হয়েছে বাংলাদেশ যুবাদের। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ যুব দল। তাতে করে সিরিজ ৩-১ হয়েছে। ১৩ অক্টোবর দুই দলের মধ্যকার পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের লিংকনের বার্ট সাটক্লিফ ওভাল মাঠে বুধবার অনুষ্ঠিত এ ম্যাচটিতে টস জিতে নিউজিল্যান্ড যুব দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ যুব দল ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তৌহিদ হৃদয়ের ৭৩, আকবর আলীর ৬৬, দুই ওপেনার পারভেজ হোসেন ইমনের ৫৫ ও তানজিদ হাসান তামিমের ৫১ রানে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৯৫ রান করে। অনেক বড় সংগ্রহ হয়। ডেভিড হ্যানকক ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে ফার্গুস ল্যামেন (৭৬), জেস তাসকফ (৬৬*), ওপেনার ওলি হোয়াইট (৪৫) ও আদিথিয়া অশোক (২৪*) দুর্দান্ত ব্যাটিং করেন। শেষ ওভার পর্যন্ত খেলা গড়ায়। ৫ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ৪৯.১ ওভারে ২৯৬ রান করে জিতে নিউজিল্যান্ড যুব দল। আসাদুল্লাহ গালিব ৩ উইকেট নেন। স্কোর ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ইনিংস- ২৯৫/৮; ৫০ ওভার (তানজিদ ৫১, পারভেজ ৫৫, মাহমুদুল ১৩, শাহাদাত ১২, হৃদয় ৭৩, আকবর ৬৬, শামিম ০, অভিষেক ১৩*, শরিফুল ০, মুরাদ ১*; হ্যানকক ৯-০-৭৩-৩, টাসকফ ১০-০-৩৯-২)। নিউজিল্যান্ড অনুর্ধ-১৯ দল ইনিংস- ২৯৬/৪; ৪৯.১ ওভার (হোয়াইট ৪, ভিশভাকা ৮, লেম্যান ৭৬, ক্লার্ক ৩৪, টাসকফ ৬৬*, ম্যাকেঞ্জি ১৩, পোমার ১০, অশোক ২৪*; গালিব ৯-০-৭৮-৩)। ফল ॥ নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী। সিরিজ ॥ পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
×