ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্দোনেশিয়ায় অনুষ্টিত ‘টেক ইন এশিয়া’ মেলায় ইয়োডা নিয়ে বাংলাদেশের সালমান

প্রকাশিত: ০৪:০১, ৯ অক্টোবর ২০১৯

ইন্দোনেশিয়ায় অনুষ্টিত ‘টেক ইন এশিয়া’ মেলায় ইয়োডা নিয়ে বাংলাদেশের সালমান

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ এশিয়ার স্টার্টআপ কোম্পানিগুলো থেকে বাছাই করে সেরা কোম্পানিগুলো নিয়ে প্রতিবছর ‘টেক ইন এশিয়া’ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সম্প্রতি ইন্দোনেশিয়ার জার্কাতায় ‘জার্কাতা কনভেনশন হল’-এ অনুষ্ঠিত এ মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের মোহাম্মদ সালমান। শিক্ষক-শিক্ষার্থীর মিলবন্ধন হিসেবে বাংলাদেশে কাজ করা ইয়োডা নিয়ে তিনি এ সম্মেলনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে সালমান বলেন, আন্তর্জাতিক একটি মেলায় ইয়োডা নিয়ে অংশগ্রহণ করতে পারায় আমি গর্বিত। এবং এ মেলায় দর্শনার্থীদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছি। এখানে এসে বাংলাদেশের স্টার্টআপ মার্কেট নিয়ে বিদেশীদের মুখে প্রসংশা শুনে আরো বেশী ভাল লেগেছে। উল্লেখ্য, ইয়োডা হল একটি মাধ্যম যেখানে অভিভাবকরা শিক্ষকদের প্রোফাইল দেখে তাদের সন্তানদের জন্য শিক্ষক নির্ধারন করতে পারে।
×