ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইএসএফ ঋণ নীতিমালায় পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৯:১৭, ১ অক্টোবর ২০১৯

ইএসএফ ঋণ নীতিমালায় পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ এন্টারপ্রেনারশিপ সাপোর্ট ফান্ডের (ইএসএফ) ঋণ নীতিমালায় পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক। গত সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রা একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বিদ্যমান নীতিমালার একটি উপধারায় আংশিক সংশোধনী আনা হয়েছে। খাদ্য ও কৃষিভিত্তিক প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে এখন থেকে মৌজা রেট বা মোট প্রকল্প ব্যয়ের ১৫ শতাংশের মধ্যে যেটি কম, সেটিকে বিবেচনায় নিয়ে ঋণ দিতে বলা হয়েছে। আগে প্রকল্প ব্যয়ের ৩০ শতাংশের মধ্যে যেটি কম সেটিকে বিবেচনায় নেওয়া হতো। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন নির্দেশনা অনুযায়ী, যন্ত্রপাতিনির্ভর প্রকল্প ছাড়া অন্যান্য প্রকল্পের জন্য ৩০ শতাংশের মধ্যে যেটি কম, সেটি বিবেচিত হবে। আগে অন্য প্রকল্পের ক্ষেত্রে মৌজা রেট বিবেচনায় নিয়ে ঋণ দেওয়া যেতো। এ ছাড়া, প্রকল্প মূল্যায়নের ফি বাবদ এক লাখ টাকা এবং প্রযোজ্য ভ্যাট উদ্যোক্তার মূলধন বিনিয়োগ হিসেবে দেখানো যাবে।
×