ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ইজিবাইক চাপায় ছাত্র নিহত

প্রকাশিত: ০৯:২৫, ৩০ সেপ্টেম্বর ২০১৯

বাগেরহাটে ইজিবাইক চাপায় ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় ব্যাটারির চালিত ইজিবাইকের চাপায় সালাউদ্দীন আজিজ(৮) নামে এক ছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাষা বাজারের মাতৃছায়া কিন্ডারগার্টেন বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র সালাউদ্দীন স্কুলে যাবার সময় ভাষা বাজারে রাস্তা ফুটপাতে ইজিবাইক পেছন দিক থেকে এসে চাপা দিলে শিশুটি গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুটি ভাষা গ্রামের বক্কার মল্লিকের ছেলে। পাবনায় পথচারী নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা বাজারের গীর্জার পাশে গাড়ি চাপায় শাহীন নামের এক পথচারী যুবক নিহত হয়েছে। সে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের মোজাহারের ছেলে। ঘটনাটি ঘটে রবিবার সকাল সাড়ে আটটার দিকে। ফরিদপুরে শিশু নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সালথায় ফুকরা-ময়েনদিয়া সড়কে অটোবাইকের নিচে পড়ে সামিয়া (৪) এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা উকিল বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সামিয়া উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের কৃষক এনায়েত মোল্লার মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সামিয়া বাড়ির সামনে ফুকরা-ময়েনদিয়া সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় ওই অটোবাইকটি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আহত সামিয়াকে উদ্ধার করে পাশের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় সে। চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা হঠাৎপাড়ায় ট্রাক চাপায় ইজিবাইক চালক রবিউল হোসেন (৩৫) নিহত হয়েছে। আহত হয়েছে ছাদিয়া খাতুন বিথি ও আইরিন খাতুন ওরপি রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বোয়ালমারী গ্রামের মরহুম মিরাজ বিশ্বাসের ছেলে। জানা গেছে, রবিউল হোসেন তার ইজিবাইক নিয়ে ছাদিয়া খাতুন বিথি ও আইরিন খাতুন ওরপিকে দর্শনা থেকে দামুড়হুদার দিকে আসার পথে দর্শনা হঠাৎপাড়ায় পৌঁছলে জীবননগরগামী একটি ট্রাক তাদের ইজিবাইকে চাপা দেয়। ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক রবিউল, নিহত ও যাত্রী ছাদিয়া খাতুন বিথি ও আইরিন খাতুন মারাত্মক আহত হয়। রাজশাহীতে নারী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী (৪০) নিহত হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকালে রাস্তা পারাপারের সময় একটি মালবাহী ট্রাক ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×