ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ঢাকায় ভুটানের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ঢাকায় ভুটানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ দুই ম্যাচকে সামনে রেখে কদিন বিরতির পর গত বুধবার থেকে আবারও শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। বিশ্বকাপের বাছাইপর্বে গত ১০ সেপ্টেম্বর দল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলে বাংলাদেশ। তাজিকিস্তানের দুশানবেতে ওই ম্যাচে লাল-সবুজরা হেরে যায় ১-০ গোলের ব্যবধানে। আগামী ১০ অক্টোবর ঘরের মাঠে বাংলাদেশ মোকাবেলা করবে বিশ্বকাপের স্বাগতিক দল কাতারকে। এর পাঁচদিন পর ভারতের মাটিতে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। তাজিকিস্তান থেকে ফিরে ছুটি কাটাতে নিজ দেশ ইংল্যান্ডে চলে যান বাংলাদেশ দলের কোচ জেমি ডে। তিনি ঢাকায় ফিরেছেন ২৬ সেপ্টেম্বর। কাতার ও ভারতের বিপক্ষে এই দুই ম্যাচকে সামনে রেখে তিনি ২৬ ফুটবলারকে নির্বাচিত করে গিয়েছিলেন। ছুটি কাটাতে যাওয়ার আগে দু’টি প্রস্তুতি ম্যাচের (ফিফা ফ্রেন্ডলি ম্যাচ) চাহিদা জানিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ। ওই দুই ম্যাচের জন্য ভুটানকে রাজি করিয়েছে বাফুফে। দুটি ম্যাচই হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তারই প্রথমটি হবে রবিবার, সন্ধ্যা ৭টায়। দ্বিতীয় ম্যাচটি হবে একই ভেনুতে, একই সময়ে, ৩ অক্টোবর। প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচ উপলক্ষ্যে শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে। এতে বাংলাদেশ দলের কোচ জেমি ডে বলেন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে। সবাই খেলার জন্য তৈরি। রবিবারের ম্যাচ নিয়েই আমাদের সব ভাবনা।’ জেমি আরও যোগ করেন, ‘আমরা ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেলেও ওই ম্যাচে আমরা বেশ ভালই খেলেছি। আমরা ভুটানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জিততে আশাবাদী। তবে এজন্য খেলোয়াড়দের যার যার নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’ জেমির জন্য দুঃসংবাদ হচ্ছে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মাসুক মিয়া জনি চোটগ্রস্ত থাকায় আজকের ম্যাচে খেলতে পারবেন না। শুধু তাই নয়, চোটের মাত্রা এতটাই বেশি (ইতোমধ্যেই ডান পায়ে অপারেশন হয়েছে) তার সেরে উঠতে দীর্ঘসময় লাগবে। সেক্ষেত্রে জাতীয় দলের পরবর্তী একাধিক ম্যাচের তার সার্ভিস পাওয়া যাবে না। তপু বর্মণ ও আতিকুর রহমান ফাহাদের পর জনিও এখন চলে গেলেন ইনজুরির তালিকায়। সর্বশেষ আরেক ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা ব্যথা পেয়েছেন হাঁটুতে। জেমি এই নিয়ে কিছুটা চিন্তিত থাকলেও আশা রাখছেন অন্যদের ওপর, ‘আমার দলে ২৬ খেলোয়াড় আছে। এর মধ্যে ম্যাচের আগে ২৩ সদস্যের দল চূড়ান্ত হবে। এখন তপু-বাদশা-জনির দলে না থাকাটা দলের জন্য ¶তি। আবার বিকল্প যারা আছেন তাদের ওপর ভরসা রাখতে হবে। যারা এখন খেলবে তাদের পারফরম্যান্স দেখানোর সুযোগ আছে।’ এই ম্যাচের মাধ্যমে জেমি অনেককিছু পরীক্ষা-নিরীক্ষা করার অবকাশ পাবেন। দুটি ম্যাচ জিততে পারলে তার শিষ্যরা উজ্জীবিত হবে। তখন জয়ের এই আত্মবিশ্বাস কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচে কাজে লাগবে। সেই সঙ্গে ফিফা র‌্যাঙ্কিংয়েরও কিছুটা উন্নতি ঘটবে। শিষ্যদের ফিটনেস নিয়ে সন্তুষ্টই জেমি, ‘ছুটিতে যাওয়ার আগে আমি খেলোয়াড়দের যে নির্দেশনা দিয়েছিলাম, তা তারা পালন করেছে। তাদের ফিটনেস নিয়ে কোন সমস্যা দেখছি না। আশা করছি সবাই আগের মতোই ৯০ মিনিট মাঠে একই গতিতে খেলতে পারবে।’ বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘তিন বছর আগে ভুটানের কাছে হারে বাংলাদেশের ফুটবল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা নিয়ে মাথা ঘামাতে রাজি নই। আমরা বর্তমান নিয়েই ভাবতে চাই। দুটি ম্যাচেই হারাতে চাই ভুটানকে।’ বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ম্যাচ খেললেও ভুটানের উদ্দেশ্য আবার ভিন্ন। আগামী ডিসেম্বরে সাউথ এশিয়ান (এসএ) গেমস হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে মূলত তাদের ঢাকায় আসা। তাদের স্থানীয় লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। চারদিনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে এসেছে তারা। ভুটানের কোচ পেমা বলেন, ‘দক্ষিণ এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে আমরা ঢাকায় ম্যাচ খেলতে এসেছি। তবে মাঠের পারফরম্যান্সে আমরা এগিয়ে থাকতে চাই। এটা নির্ভর করছে খেলোয়াড়দের ওপর। তারা যদি নিজেদের ঠিকঠাক মতো মেলে ধরতে পারে তাহলে জয়ও আসতে পারে।’ ভুটানের অধিনাক চেনচো গেইলশেন বলেন, ‘আমরা দলটা বলতে গেলে একদম নতুনই। তারপরও আমরা বাংলাদেশের বিরুদ্ধে ভাল খেলে জেতার চেষ্টা করবো।’ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে। সেই ম্যাচ দেখেছেন পেমা। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখেছি। বাংলাদেশ খারাপ খেলেনি। তাদের বিপক্ষে আমরা লড়াই করার চেষ্টা করবো।’ ভুটান দলে নতুন খেলোয়াড় আছেন ১০ জন। বেশিরভাগই এসেছেন অ-২৩ দল থেকে। দলের মূল চালিকাশক্তি দুজন। একজন চেনচো গেইলশেন, আরেকজন লেনদুপ দরজি। তারা এর আগেও বাংলাদেশের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। ফিফা রাংকিংয়ে বর্তমানে বাংলাদেশ থেকে এগিয়ে ভুটান। যেখানে বাংলাদেশ আছে ১৮৭তম অবস্থানে, সেখানে ভুটানের অবস্থান ১৮৫। তাদের বিপক্ষে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ উপকারে আসবে বলেই মনে করে বাফুফে।
×