ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নওয়াপাড়া জুট মিলের জমে থাকা বর্জ্যে জন্ম নিচ্ছে মশা

প্রকাশিত: ০২:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০১৯

নওয়াপাড়া জুট মিলের জমে থাকা বর্জ্যে জন্ম নিচ্ছে মশা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামে নওয়াপাড়া জুট মিলের জমে থাকা বর্জ্য থেকে মশা জন্ম নিচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। মিলের অফিস, আবাসিক ও অনাবাসিক এলাকার সকল বর্জ্য পাইপ লাইনের মাধ্যমে ফেলা হচ্ছে রেলওয়ের জমিতে। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহী রোগে আক্রান্ত হওয়ার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। নওয়াপাড়া জুট মিলে গিয়ে দেখা যায়, মিলের প্রধান ফটকের পাশে সীমানা প্রাচীরের সামনে রেল লাইন সংলগ্ন সরকারি জমির কয়েকটি স্থানে বিপুল পরিমান বর্জ্য জমে আছে। ঝোপঝাড়ে পরিপূর্ণ, যত্রতত্র ময়লা-আবর্জনার মধ্যে জমে থাকা দুর্গন্ধযুক্ত বর্জ্যে প্রচুর মশা ও ক্ষতিকর জীবানুও রয়েছে। বর্জ্যরে পাশে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের কার্যালয় রয়েছে। অপর পাশে রয়েছে শতশত বস্তি ঘর। বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। সেই আতঙ্কে রয়েছি বস্তির অনেকে। বর্জ্য ও দুর্গন্ধ থেকে মুক্তি কামনা করেন তারা। এ ব্যাপারে নওয়াপাড়া জুট মিলের ম্যানেজার এডমিন মোহাম্মদ শাহীনের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, রেলওয়ের জমি জুট মিল লিজ নিয়ে রেখেছে। ময়লা, আবর্জনা ও বর্জ্যরে বিষয় স্বীকার করে বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন এবং দ্রত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করবেন। দীর্ঘদিন যাবৎ জমে থাকা বর্জ্য থেকে বিভিন্ন প্রজাতির মশার জন্ম নিচ্ছে এমন অভিযোগের বিষয়টি তিনি এড়িয়ে যান।
×