ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিয়ে ঠেকাল পুলিশ

প্রকাশিত: ১২:২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯

বিয়ে ঠেকাল পুলিশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ৮ম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে ঠেকিয়েছে পুলিশ। রবিবার রাতে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নেয়ার পর মেয়েটিকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। সিএমপির কোতোয়ালি থানা পুলিশ জানায়, মেয়েটির বয়স ১৫ বছর। সে পাথরঘাটা সিটিকর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। অপ্রাপ্তবয়স্ক এ মেয়েটিকে বিয়ে দেয়া হচ্ছে এ খবর স্কুলের এক শিক্ষকের কাছ থেকে জানতে পেরে ব্যবস্থা গ্রহণ করা হয়। রাতেই মেয়ে এবং ছেলের পরিবারের সদস্যদের খবর দিয়ে আনা হয়। পরে দু’পক্ষই এ বয়সে বিয়ে হবে না জানিয়ে মুচলেকা প্রদান করে। মেয়েটিকে তার অভিভাবকের জিম্মায় ফিরিয়ে দেয়া হয়েছে। বৃক্ষমেলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৩ সেপ্টেম্বর ॥ ‘পরিকল্পিত ফল চাষে যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই স্লোগানে কচুয়ায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। বৃক্ষমেলা উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা চত্বরে র‌্যালি শেষে মেলায় অংশগ্রহণকারী ২৫টি স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ। এ সময় উপজেলা কৃষি অফিস সভাকক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা, কৃষক কৃষানী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫শ’ ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
×