ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলবায়ু তহবিল থেকে ঋণ নয় ক্ষতিপূরনের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশিত: ০৩:৪৫, ২০ সেপ্টেম্বর ২০১৯

জলবায়ু তহবিল থেকে ঋণ নয় ক্ষতিপূরনের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জলবায়ু তহবিল থেকে কোন ঋণ নয় ক্ষতিপূরনের দাবিতে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে শিশু শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীসহ ২০টি সংগঠনের সদস্যরা বৈষিক জলবায়ু বিরুপ পরিবর্তনের ফলে সমস্যার সৃষ্টির কারনে তার বিরুদ্ধে উন্নত বিশ্বের প্রতি দাবি জানিয়ে “বৈশ্বিক জলবায়ু সপ্তাহ” উপলক্ষে ফ্রাইডে ফর ফিউচার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বরিশাল গ্লোবাল ক্লাইমেট স্টাইক অর্গানাইজিং গ্রুপের কো-অডিনেটর মনিরুল ইসলাম সোহানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা বিএনডিএন নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, উন্নয়ন সংস্থার (রান) নির্বাহী পরিচালক রফিকুল আলম, ইউনিসেফ প্রোগ্রাম অফিসার আব্দুল জলিল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী প্রমুখ। এর পূর্বে নগরীর সদররোডে শিশু-কিশোররা বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন, পোস্টার ও রং-বেরংয়ের ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে।
×