ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যৌন নির্যাতন

হাবিপ্রবির শিক্ষককে বহিষ্কার দাবি

প্রকাশিত: ০৯:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯

হাবিপ্রবির শিক্ষককে বহিষ্কার দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (হাবিপ্রবি)’র ছাত্রীকে যৌন নির্যাতনকারী শিক্ষক রমজান আলীর স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় ওই শিক্ষককে বাঁচানোর চেষ্টাকারীদের বিচারেরও দাবি জানান তারা। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করে হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম। এছাড়াও ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে অংশগ্রহণ করে দিনাজপুর মহিলা পরিষদ, দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধি। এ সময় বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ড. বলরাম রায়, সাধারণ সম্পাদক হারুন-উর রশিদ, নাগরিক উদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক শিক্ষক সফিকুল ইসলাম, নাট্যকার হারুন-উর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, ছাত্রীকে যৌন হয়রানি ও গৃহকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে গঠিত কমিটি ঘটনার সত্যতা পেয়েছে এবং তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে। এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক রমজান আলীকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার ও তাকে বাঁচানোর চেষ্টাকারীদের বিচার করার দাবি জানান বক্তারা।
×