ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্মগোপনে হিসাবরক্ষক পটুয়াখালী পৌর সভার হিসাব চেয়ে দুদকের চিঠি

প্রকাশিত: ০৯:৩২, ১৯ সেপ্টেম্বর ২০১৯

আত্মগোপনে হিসাবরক্ষক পটুয়াখালী পৌর সভার হিসাব চেয়ে দুদকের চিঠি

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৮ সেপ্টেম্বর ॥ পটুয়াখালী পৌরসভার শত শত কোটি টাকা লুটপাট নিয়ে লুকোচুরির অবসান ঘটেছে। অবশেষে সকল দাফতরিক সমস্যা কাটিয়ে নিবিড় অনুসন্ধানে নেমেছে দুদক। সম্প্রতি পটুয়াখালী পৌরসভার সকল অনিয়ম দুর্নীতির বিস্তারিত তথ্য এবং কাগজপত্র চেয়ে চিঠি দিয়েছে দুদক। এর আগে অবৈধ সম্পদ অর্জনের দায়ে পটুয়াখালী পৌর হিসাবরক্ষক শাহিনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় আদালতের জামিন নিয়ে আত্মগোপনে রয়েছেন শহিন। পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন গত ২৯ আগস্ট পটুয়াখালী পৌরসভায় বিভিন্ন কাগজপত্র চেয়ে একটি চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করেন, পটুয়াখালী পৌরসভার ঠিকাদারি কাজের অনিয়ম, পানি শাখা, হিসাব-পরিচ্ছন্ন শাখা, প্রকৌশল শাখার সকল অনিয়ম, দুর্নীতি, বিস্তারিত বিবরণ চেয়ে চিঠি দেন। এর আগে ৬ আগস্ট পৌরসভার কাছে তথ্য চাওয়া হলে তা না দেয়ায় দ্বিতীয়বার ক্ষুব্ধ হয়ে গত ২৯ আগস্ট দ্বিতীয় দফায় চিঠি দেয়া হয়। এর আগে ২০১৭ সালে পটুয়াখালী পৌরসভার সকল অনিয়ম-দুর্নীতি অভিযোগ এনে পটুয়াখালী দুদক কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করেন আব্দুল হামিদ নামে এক ব্যক্তি। দুদকে দেয়া ওই অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে প্রেরণ করেন। বিএসএফের গুলিতে নিহত বাবলুর লাশ দাফন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত নীলফামারীর ডিমলা উপজেলার গরুর রাখাল বাবলু মিয়ার (২৪) লাশ অবশেষে দেশে এলো। ঘটনার ১৫ দিন পর লাশ এনে বুধবার সকাল সাড়ে ১০টায় ডিমলা উপজেলার কলোনি মসজিদ চত্বরে জানাজা শেষে কলোনি কবরস্থানে দাফন করা হয়। এ সময় এলাকার জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা অংশ নেয়। নিহত বাবলু মিয়া (২৪) পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। তবে আহত কিশোর সাইফুল ইসলামকে ফেরত দেয়নি বিএসএফ। এরপর মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে তিনবিঘা করিডোর ফটকে বাবলু মিয়ার লাশ ৫১ বিজিবির উপস্থিতিতে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখের কাছে ভারতের ৪৫ বিএসএফ ব্যাটালিয়ন হস্তান্তর করে। তবে আহত অবস্থায় বিএসএফের কাছে আটক থাকা স্কুলছাত্র সাইফুল ইসলামকে (১৪) ফেরত দেয়নি বিএসএফ।
×