ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে ২২৪৬ পিস মোবাইল জব্দ

প্রকাশিত: ১২:১৪, ৮ সেপ্টেম্বর ২০১৯

শাহজালালে ২২৪৬ পিস মোবাইল জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইফোন-স্যামসাংসহ ২ হাজার ২৪৬ পিস মোবাইল ফোন জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এ সময় আটক করা হয় তিনজনকে। শনিবার সকাল ৮টার সময় বিমানবন্দরের বহিরাঙ্গণের ২ নং ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স এ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানিয়েছেন- সকাল ৭টায় চীনের গুয়াংজু থেকে ইউএস বাংলার ফ্লাইট বিএস ৩২৬ যোগে ঢাকায় আসে মোঃ সুজন (৪৯), শাহরিয়ার হোসেন প্রিন্স (৩৩) এবং রফিকুল ইসলাম (২৭)। সকাল ৮টার সময় বিমানবন্দরের বহিরাঙ্গণের ২ নং ক্যানোপি এলাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা বিভ্রান্তিকর তথ্য দেয় এবং শুল্ক ফাঁকি দেয়ার কথা স্বীকার করে। পরে তাদের ব্যাগেজ তল্লাশি করে আইফোন, স্যামসাং, ওয়ান প্লাস, টান্সেন্ট গেম, শাওমি ও নোকিয়া ব্র্যান্ডের মোট ২ হাজার ২৪৬ পিস মোবাইল ফোন পাওয়া যায়। জব্দ মোবাইল ফোনের আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। আটক সুজন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টগরবন্ড গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং শাহরিয়ার হোসেন প্রিন্স ঢাকার ডেমরা থানাধীন পাড়াদুগাইর (আমিনবাগ) হাসেরপুল এলাকার দুলাল হোসেনের ছেলে।
×