ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হংকংয়ে পুলিশ ব্যারিকেডে বিক্ষোভকারীদের আগুন

প্রকাশিত: ১১:২২, ১ সেপ্টেম্বর ২০১৯

হংকংয়ে পুলিশ ব্যারিকেডে বিক্ষোভকারীদের আগুন

জনকণ্ঠ ডেস্ক ॥ হংকংয়ে গণতন্ত্রের দাবিতে চলা আন্দোলন শনিবার সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ ঠেকাতে পুলিশের দেয়া ব্যারিকেড ও পুলিশের আশ্রয় নেয়া একাধিক ছাতায় আগুন দেয় বিক্ষোভকারীরা। সহিংস বিক্ষোভকারীদের ঠেকাতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। হংকংয়ে চলা ১৩ সপ্তাহের এই বিক্ষোভে শনিবার প্রথমবারের মতো পুলিশের ব্যারিকেডে আগুন দেয় বিক্ষোভকারীরা। -খবর সিএনএন ও বিবিসি অনলাইনের। এর আগে শুক্রবার এই আন্দোলনে নেতৃত্ব দেয়া একাধিক নেতাকে আটক করে পুলিশ। শনিবার বিকেল থেকেই বিক্ষোভকারীরা হংকংয়ের এই আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল ওয়ান চাই জেলার রাজপথে জড়ো হতে থাকে। অপর একদল বিক্ষোভকারী টানাবৃষ্টি উপেক্ষা করে কসওয়ে বে বিপণি বিতানের সামনে জড়ো হয়। বিক্ষোভকারীরা প্রথমে ‘হংকয়ের পাশে দাঁড়াও’ ও ‘গণতন্ত্রের জন্য প্রয়োজনে যুদ্ধ’ ইত্যাদি স্লোগান শুরু করলে পুলিশ চড়াও হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে পুলিশের ব্যারিকেডের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। অনেক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হংকংয়ের বিক্ষোভে শনিবারই প্রথম পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটল। কয়েক সপ্তাহ আগেও এই বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। এর আগে বিক্ষোভকারীরা হংকংয়ের পার্লামেন্ট ভবনের গ্লাসের দরজা ভেঙ্গে সেখানে ভাংচুর চালায়। এ সময় পুলিশ তাদের ভবন থেকে সরাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। কিন্তু ৭০ লাখ জন অধ্যুষিত হংকংয়ের ওপর আস্তে আস্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বেজিং। কারণ চীনের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হংকং।
×