ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শর্ত মেনে মুক্তিতে রাজি নন কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৩, ৩১ আগস্ট ২০১৯

 শর্ত মেনে মুক্তিতে রাজি নন কাশ্মীরের সাবেক  দুই মুখ্যমন্ত্রী

জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ কেউই রাজি হননি শর্ত সাপেক্ষে মুক্তিতে। তাই তিন সপ্তাহ পরও তাদের বন্দীদশা কাটল না। উল্টো বেড়েছে তাদের বন্দীদশার মেয়াদ। গত ৫ আগস্ট ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় কেন্দ্র। ইন্ডিয়া টুডে। সাবেক এ দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে জম্মু-কাশ্মীরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক দেখা করেছেন। তিনি তাদের অজ্ঞাত স্থান থেকে তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শর্ত দেন বন্দীদশা থেকে মুক্তি পেলেও সমর্থকদের নিয়ে কোন সভা-সমাবেশ করতে পারবেন না। স্বাভাবিকভাবেই এমন শর্ত মানতে রাজি হননি মেহবুবা এবং ওমর। অবশ্য এরপর কেন্দ্র সিদ্ধান্ত নেয় তাদের আরও কয়েকদিন বন্দী রাখার। সত্যপাল দাবি করেছেন, তেমন কোন প্রস্তাব নিয়ে তিনি মেহবুবা এবং ওমরের সঙ্গে দেখা করেননি।
×