ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু শুক্রবার

প্রকাশিত: ০৯:৫৬, ২৮ আগস্ট ২০১৯

জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনব্যাপী ঢাকার বঙ্গব্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পঞ্চদশ আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ^বিদ্যালয়, সকল শিক্ষাবোর্ড, সকল শারীরিক শিক্ষা কলেজ, বিজেএমসি, বিকেএসপি ও সকল এফিলিয়েটেড বাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রায় ৫০০ (পুরুষ ও মহিলা) এ্যাথলেট এবং ১৫০ কর্মকর্তা অংশগ্রহণ করবেন। প্রতিযোগীরা ২টি গ্রুপে ৩৬ ইভেন্টে অংশ নেবেন। এর মধ্যে পুরুষদের ২২ ইভেন্ট ও মহিলাদের ১৪ ইভেন্ট। তীব্র গরমের কারণে এবারের আসরের অনেক ইভেন্টের ‘হিট’ অনুষ্ঠিত হবে ভোর সকালে। শুক্রবার বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফারুক মঈনউদ্দিন। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ট্রাস্ট ব্যাংক লিমিটেড। তাদের তত্বাবধানে প্রতিযোগিতার ইলেকট্রনিক টাইমারটি ব্যবহৃত হবে। আগের আসরে এই টাইমারটি বিকল হয়ে গেলে দারুণভাবে সমালোচিত হয়েছিল বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন। তবে এবার এ নিয়ে আগেভাগেই সতর্ক-সচেতন তারা। প্রতিযোগিতায় এবার ৮-১০টি নতুন দল/সংস্থা অংশ নেবে। এই আসরে যারা ভাল নৈপুণ্য প্রদর্শন করতে পারবেন, তাদেরকে আগামী ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় এসএ গেমস উপলক্ষ্যে ট্রেনিং ক্যাম্পে অন্তর্ভুক্ত করবে ফেডারেশন। এছাড়া এই আসরে যেসব এ্যাথলেট নতুন জাতীয় রেকর্ড গড়বেন, তাদেরকে ৫ হাজার টাকা করে দেবে ফেডারেশন। সেরা পুরুষ ও নারী এ্যাথলেটকেও আলাদাভাবে পুরস্কৃত করার পরিকল্পনা আছে তাদের। প্রতিযোগিতা উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের জরাজীর্ণ ট্র্যাকটি সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতিযোগিতা উপলক্ষ্যে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবস্থিত কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের প্রতিনিধি আহসান জামান চৌধুরী।
×