ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

প্রকাশিত: ১০:২৪, ২৭ আগস্ট ২০১৯

 ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভাল ফল করায় ১০ শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে জেনোসাইড নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। এছাড়া অধ্যাপক সিতারা পারভীনের স্বামী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অতিরিক্ত পাঁচ হাজার করে টাকা তুলে দেন। পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন- মেহজাবিন বশির তুলি, শারমিন জাহান জুহা, ফায়েজ আহমেদ, আব্দুর রাজ্জাক সোহেল, তন্ময় সাহা জয়, নম্রতা তালুকদার অর্পা, তাহমিনা আক্তার জেনি, সুমাইয়া তানিম, শামীমা নাসরিন ও মেহেরুন নাহার মেঘলা।
×