ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই

প্রকাশিত: ০৯:০৯, ২৭ আগস্ট ২০১৯

 রাজশাহীতে পদ্মার পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে পদ্মা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বর্তমানে বিপদসীমার মাত্র এক দশমিক ৮ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুর ১২টায় নগরীর বড়কুঠি পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৭০ মিটার। এর আগে রবিবার দুপুরে ১২টায় পদ্মায় প্রবাহ ছিল ১৬ দশমিক ৬১ মিটার। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডর বড়কুঠি গেজ পাঠক এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুর ১২টায় নগরীর বড়কুঠি পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৭০ মিটার। এর আগে সকাল ৬টায় প্রবাহ ছিল ১৬ দশমিক ৬৯ মিটার। গত ২৪ ঘণ্টায় পদ্মায় প্রবাহ বেড়েছে ৯ সেন্টিমিটার। উজান থেকে নেমে আসা ঢলে পদ্মায় প্রবাহ বাড়ছে বলে জানিয়েছেন এনামুল হক। তিনি আরও জানান, গত ১৭ বছরে রাজশাহীতে পদ্মায় পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করেছে মাত্র দুইবার। এর মধ্যে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৮ বছর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার সর্বোচ্চ উচ্চতা ছিল ১৮ দশমিক ৮৫ মিটার। এরপর ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মা বিপদসীমা অতিক্রম করেছিল। ওই বছর পদ্মার উচ্চতা দাঁড়িয়েছিল ১৮ দশমিক ৭০ মিটার। এরপর পানি বাড়লেও আর ওই রেকর্ড ভাঙ্গেনি।
×