ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

১৭ জুলাই, ২০২৪

জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ: শোক প্রকাশের মাতম মিছিল - ‘হায় সাঈদ, হায় ওয়াসিম

প্রকাশিত: ১৩:০১, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৫৪, ৬ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ: শোক প্রকাশের মাতম মিছিল - ‘হায় সাঈদ, হায় ওয়াসিম

গত বছর কোটা সংস্কার আন্দোলনে নিহত ৬ জনকে স্মরণ করে নারায়ণগঞ্জে মাতম মিছিল করেছিলেন আন্দোলনকারীরা। তাজিয়া মিছিলের আদলে ‘হায় সাঈদ, হায় ওয়াসিম’ বলে মাতম করে নিজেদের শোকপ্রকাশে নতুন মাত্রা যোগ করেছিলেন তারা।

২০২৪ সালের ১৭ জুলাই, বেলা সোয়া ৩টায় চাষাঢ়া গোলচত্বর থেকে মিছিলটি বের করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা বুকে-পিঠে নিহত ব্যক্তিদের নাম লিখে মাতম করতে থাকেন। বুক চাপড়ে ‘হায় সাঈদ, হায় ওয়াসিম, হায় ফয়সাল’ বলে শোক জানান তারা।

মহররমের তাজিয়া মিছিলের আদলে এটি ছিল একটি প্রতীকী শোকমিছিল। স্বৈরাচারী সরকারের অত্যাচার, ১৬ জুলাইয়ের কোটা আন্দোলনে চালানো হত্যাকাণ্ডের শোক ও শহীদদের স্মরণে সেই সময়ের আন্দোলনকারীরা এভাবেই মাতম করেছিলেন। এটা মনে করার কোনো কারণ ছিল না যে মেরে-কেটে আন্দোলন স্থবির করে রাখা যাবে। মানুষ প্রতিবাদ করবেই। মানুষ নিজের অধিকারের , ভাইয়ের হত্যার কথা বলবেই । 

 

ন্যায্য দাবি আদায়ে অনড় ছাত্রসমাজের বিপক্ষে নড়ে দাঁড়ায় ১৭ বছরের স্বৈরাচারী শাসন, যার ফল গণঅভ্যুত্থান।  ২০১৮ সালে যে আন্দোলন হয়েছিল, ২০২৪ সালে আন্দোলন ফিরে এসেছে আরও দৃঢ় হয়ে।

 

সানজানা

×