ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্ট ॥ বৃষ্টির পরও নিউজিল্যান্ডের দিন

প্রকাশিত: ১০:৪৬, ২৬ আগস্ট ২০১৯

 কলম্বো টেস্ট ॥ বৃষ্টির পরও নিউজিল্যান্ডের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজ বাঁচাতে জিততেই হবে, কলম্বোয় এমন কঠিন ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা নিউজিল্যান্ডকে বারবার থামিয়ে দিচ্ছে বৃষ্টি। প্রথম দুইদিনে খেলা হয়েছিল মাত্র ৬৬ ওভার। তৃতীয়দিন মোটামুটি নির্বিঘেœ কাটলেও রবিবার চতুর্থদিনে খেলা হয়েছে ৪৮ ওভার। এখনও দু’দল একটি করে ইনিংস শেষ করতে পারেনি। প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার ২৪৪ রানের জবাবে চতুর্থদিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে নিউজিল্যান্ড। এদিন আর ১ উইকেট হারিয়ে মাত্র ৪৮ ওভারেই ১৮৬ রান যোগ করে কিউইরা। বৃষ্টি যেভাবে ঝামেলা বাধাচ্ছে তাতে হয়তো নিজেদের দ্বিতীয় ইনিংসের চিন্তা বাদ দিয়ে দ্রুত লিড বড় করতে চাইছে কেন উইলিয়ামসনের দল। সবমিলিয়ে এখন তাদের লিড ১৩৮ রানের। আজ শেষদিন লাঞ্চ পর্যন্ত যদি সফরকারী ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিং অব্যাহত থাকে, লিডটা আড়াই শ’ ছাড়িয়ে যায়... কিছু একটা ঘটতেও পারে। যেখানে মাত্র ৭৫ বলে ৮৩ রান নিয়ে অপরাজিত কলিন ডি গ্র্যান্ডহোম, সঙ্গী বিজে ওয়াটলিং ৮১*। একাধিকবার বৃষ্টি বাগড়ার দিনে যতটুকু মাঠে নামার সুযোগ এসেছে তার পুরো সদ্ব্যবহার করেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। ১১১ রান নিয়ে দিন শুরু করা টম লাথাম শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৫৪ রান করে। ২৫১ বলে ১৫ চারে ইনিংসটি সাজিয়েছেন তিনি। ৪৫তম টেস্টে এটি তার দশম সেঞ্চুরি। ক্যারিয়ারের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তবে দেশের বাইরে এটিই সর্বোচ্চ সংগ্রহ। কিউই ওপেনারের সেরা চার ইনিংসের সবকটিই এসেছে নিজ দেশ নিউজিল্যান্ডের মাঠে। লাথাম ফেরার পর মাঠে নামা কলিন ডি গ্রান্ডহোম ব্যাট হাতে রিতিমতো ঝড় তোলেন, খেলতে থাকেন ওয়ানডে স্টাইলে। মাত্র ৭৫ বলে ৫ চার ও সামন ছক্কায় ৮৩ রানে অপরাজিত এই অলরাউন্ডার। অপরপ্রান্তে উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং ব্যাটিং করছেন খাঁটি টেস্ট মেজাজে। অপরাজিত ৮১ রান করতে খেলেছেন ২০৮ বল, যেখানে মাত্র ৪টি চারের মার। বৃষ্টি ঝামেলা না তৈরি করলে আজ শেষদিন সকালে নিশ্চয়ই এই দুই ব্যাটসম্যান অবিশ্বাস্য কিছু করতে চাইবেন। যাতে করে এক ইনিংসের পুঁজি নিয়েই প্রতিপক্ষকে গুটিয়ে দেয়া যায়। তবে যেখানে চারদিনে একটি করে ইনিংস শেষ হয়নি সেখানে শেষদিনে ম্যাচের ফল হওয়া স্বাভাবিক নয়। তবে খেলাটা যেহেতু ক্রিকেট তাই অবিশ্বাস্য কিছু ঘটলেও ঘটতে পারে। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ২৪৪/১০ (৯০.২ ওভার; করুনারত্নে ৬৫, কুসল মেন্ডিস ৩২, ধনঞ্জয়া ডি সিলভা ১০৯, দিলরুয়ান পেরেরা ১৩; বোল্ট ৩/৭৫, সাউদি ৪/৬৩), নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ৩৮২/৫ (১১০ ওভার; লাথাম ১৫৪, উইলিয়ামসন ২০, টেইলর ২৩, নিকোলস ১৫, ওয়াটলিং ৮১*, গ্র্যান্ডহোম ৮৩*; দিলরুয়ান ৩/১১৪) ** চতুর্থদিন শেষে
×