ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি, আতঙ্কে কাশ্মীরবাসী

প্রকাশিত: ০৮:৪১, ২৬ আগস্ট ২০১৯

 পাক-ভারত সেনাবাহিনীর  মধ্যে গোলাগুলি,  আতঙ্কে কাশ্মীরবাসী

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর থেকে অস্ত্র বিরতি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে চলছে পাল্টাপাল্টি গোলাগুলি। এ অবস্থায় কাশ্মীরের পাশাপাশি আতঙ্কে দিন কাটাচ্ছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দারাও। পাক সেনাবাহিনীর দাবি, ভারতের হামলায় গত সপ্তাহে অন্তত তিনজন মারা গেছে। ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এই অঞ্চলেও এখন বিরাজ করছে উত্তেজনা। প্রতিদিনই বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। নিন্দা জানাচ্ছেন নরেন্দ্র মোদি সরকারের। তবে সাধারণ মানুষ এখনও অবরুদ্ধ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে। অনেকেই তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা বা তাদের কোন খোঁজ খবর নিতে পারছেন না। পরিস্থিতি এতটা উত্তাল যে কর্তৃপক্ষও কারফিউ তুলে নেয়ার কথা ভাবতে পারছে না। স্থানীয়দের সবচেয়ে বেশি আতঙ্কে ফেলেছে, সীমান্ত রেখায় গোলাগুলির বিষয়টি। প্রায় প্রতিদিনই কম বেশি গোলাগুলির ঘটনা ঘটছে। এতে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িঘরও। প্রাণ বাঁচতে অনেককেই এলাকা ছেড়ে পালিয়েছেন। আজাদ কাশ্মীরের এক নাগরিক জানান, যখন ভারতীয় সেনারা গুলি করে তখন আমরা ভয়ে ভয়ে থাকি। সব মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। যাদের বাঙ্কার নেই তারা সব থেকে বেশি বিপদে পড়েন।-ইন্ডিয়া টুডে
×