ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈদে ভ্রমণপিপাসুদের আকর্ষণ রূপগঞ্জের বাঙ্গালবাড়ি

প্রকাশিত: ০৮:২৩, ১১ আগস্ট ২০১৯

 ঈদে ভ্রমণপিপাসুদের আকর্ষণ রূপগঞ্জের  বাঙ্গালবাড়ি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ আগস্ট ॥ আর মাত্র একদিন পর ঈদ। ঈদে ভ্রমণপিপাসুরা ঘোরার জন্য দেশের বিভিন্ন স্থানে ভিড় জমায়। শহরের ব্যস্ত জীবন থেকে একটুখানি প্রশান্তি কে না চায়। এবারের ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম আকর্ষণ হতে পারে বাঙ্গালবাড়ি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রাজউকের পূর্বাচল উপ-শহরের ৯নং সেক্টরে বাঙ্গালবাড়ির অবস্থান। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তৈজসপত্র ও পুরানো সংস্কৃতি প্রায় হারানোর পথে। হারানো ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনতে পুরনোদিনের তৈজসপত্র বাঙ্গালবাড়িতে সংরক্ষণ করা হয়েছে। যেখানে ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীরা তাদের পরিবার ও সন্তানদের নিয়ে এসে গ্রাম বাংলার ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে পারবে। জানা যায়, ৫ বছর আগে গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বাঙ্গালবাড়িটি গড়ে তোলেন গবেষক, সাংবাদিক মীর আলীম। পরে যেখানে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে পুরনো দিনের তৈজসপত্র এনে সংরক্ষণ করতে শুরু করেন। বর্তমানে বাঙ্গালবাড়িটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে। ঈদ ও বিভিন্ন সরকারী ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে বাড়িটি। বাঙ্গালবাড়িতে রয়েছে নাগরদোলা, নৌকা, মুক্তিযুদ্ধকালীন সময়ে রেডিও, পালকি, গরুর গাড়ি, বাঁশি, তবলা, চাঁই, বেহালা, খরমসহ অসংখ্য পুরনো দিনের তৈজসপত্র। এছাড়া দর্শনার্থীরা ছন ও বাঁশ দিয়ে তৈরি ছাউনিতে বসে মাটির চায়ের কাপে চুমুক দিয়ে তাদের মনের প্রশান্তি বাড়াতে পারবেন। আবার কেউ চাইলে মাটির বাসনে করে দুপুরের খাবারটাও সেরে নিতে পারবেন। এ যেন এক অন্যন্য অনুভূতি। বাড়িটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা আছে। যেখানে যে কেউ চাইলে প্রবেশ করতে পারবেন। ভুলতা এলাকা থেকে আসা সাইফুল ইসলাম বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় সন্তানদের নিয়ে ঘুরতে এসেছি। গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য আজ হারানোর পথে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পুরনো দিনের সংস্কৃতি সম্পর্কে তেমন কোন ধারণা নেই। এখানে এসে ছেলেমেয়েরা পুরনো দিনের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা পাচ্ছে। সাইদুর নামে আরেক দর্শনার্থী বলেন, ছেলেকে নিয়ে ঢাকা থেকে এখানে ঘুরতে এসেছি। ঢাকার ব্যস্ত জীবন থেকে একটুখানি অবসর পেতে বাঙ্গালবাড়ির প্রাকৃতিক পরিবেশে ঘুরতে এসেছি। এখানে পুরনো দিনের তৈজসপত্রের একটি জাদুঘর রয়েছে। এ জাদুঘরে অনেক ধরনের ঐতিহ্যবাহী তৈজসপত্র দেখেছি। বাঙ্গালবাড়ির প্রতিষ্ঠাতা সাংবাদিক মীর আব্দুল আলীম বলেন, নতুন প্রজন্মকে পুরনো দিনের তৈজসপত্র ও আসবাবপত্র সম্পর্কে ধারণা দিতেই বাঙ্গালবাড়িটি নির্মাণ করার চিন্তা করি। দিনদিন বাঙ্গালবাড়ি দর্শনার্থীদের কাছ জনপ্রিয় হয়ে উঠছে। বাঙ্গালবাড়িতে রয়েছে, গরুর গাড়ি, নাগরদোলাসহ বিনোদনের জন্য বিভিন্ন জিনিস। এছাড়াও আছে বাঙালী সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন তৈজসপত্র।
×