ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ছাগল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:২৭, ১০ আগস্ট ২০১৯

 কেরানীগঞ্জে ছাগল  ব্যবসায়ীকে  পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৯ আগস্ট ॥ গরুর হাটে ছাগল নিয়ে ঝগড়ার জের ধরে কেরানীগঞ্জে বাদল হোসেন (৫৮) নামে ছাগল ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় একটি হাসপাতালে লাশ ফেলে পালিয়েছে হত্যাকারীরা। পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাবার নাম মৃত মোবারক হোসেন। বাড়ি কেরানীগঞ্জের আমিরাবাগে। নিহতের ভাতিজা শরীফ জানান, ঈদে বিক্রির জন্য বাদল হোসেন আমিরাবাগে বাড়ির পাশে একটি জায়গায় বেশকিছু ছাগল রাখেন। শুক্রবার সকালে সেখান থেকে কয়েকটি ছাগল নিয়ে বিক্রির উদ্দেশ্যে জিনজিরা গরুর হাটে যায় বাদলের ছেলে সজল। দুপুরে বাসায় ফেরার পথে স্থানীয় কয়েক যুবক সজলের পথরোধ করে এবং চোরাই ছাগল কিনা জানতে চায়। এ নিয়ে সজলের সঙ্গে ওই যুবকদের ঝগড়াঝাটি হয়। খবর পেয়ে সজলের বড় ভাই স্বপন ঘটনাস্থলে গিয়ে ছোট ভাইকে ওই যুবকদের রোষানল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনার কিছুক্ষণ পর যুবকরা জিনজিরা থেকে দলবল নিয়ে আমিরাবাগে এসে সজল ও স্বপনের খোঁজ করতে থাকে। এ সময় তাদের না পেয়ে বাবা বাদল হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে আসে।
×