ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেশাদার সাংবাদিক!

প্রকাশিত: ০৯:২১, ৩০ জুলাই ২০১৯

পেশাদার সাংবাদিক!

টেলিভিশনে সরাসরি সম্প্রচার বুঝি একেই বলে! প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা হরহামেশাই খবর সংগ্রহ করে থাকেন। খবরের সত্যতা তুলে ধরতে নিজের জীবনের হুমকির কথাও ভুলে যান। কিন্তু তাই বলে গলা পানিতে নেমে লাইভ! হ্যাঁ, বন্যার লাইভ রিপোর্টিং করতে গিয়ে অভিনব পন্থা বেছে নিলেন পাকিস্তানের জি-টিভি নিউজের সাংবাদিক আজাদার হুসেন। পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার লাইভ সম্প্রচার তিনি গলা পানিতে নেমেই করেছেন। -ওয়েবসাইট বিজেপি ‘সদস্য’ ইমরান খান! ফের ক্ষমতায় আসার পর অনলাইনে বিজেপির সদস্য হতে আবেদনের হিড়িক পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও নাকি অনলাইন বিজেপির সদস্য হয়েছেন। সদস্য হিসেবে ইমরানের ডিজিটাল পরিচয়পত্র সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেকের মোবাইলে ছড়িয়ে পড়েছে। সে পরিচয়পত্র আহমেদাবাদ শহরে বিজেপির সাধারণ সম্পাদক কমলেশের মোবাইলেও পৌঁছায়। ইমরানেরর নাম দেখে তাজ্জব বনে যান তিনি। পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। পরে পুলিশের তদন্তে জানা গেছে, ইমরানের ওই অনলাইন পরিচয়পত্র ভুয়া। -ওয়েবসাইট
×