সংবাদদাতা, সাভার, ২৮ জুলাই ॥ সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ধানমন্ডি আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা লিটন আহামেদ জানান, রবিবার বেলা ৩টার দিকে ঘটনাস্থল থেকে ৬ কিলোমিটার দূরে কুণ্ডা ব্রিজের নিচ থেকে আবুল হাশেম রাজনের লাশ তারা উদ্ধার করেন।
এর আগে সাড়ে ১২টার দিকে একই এলাকা থেকে মেহেদী হাসানের (১৭) এবং বেলা ১১টার দিকে ঘটনাস্থলের কাছে ব্যাংকটাউন ব্রিজের পূর্ব পাশে পাগলার মোড় থেকে তৌসিফ আহমেদ আকাশের (১৮) লাশ উদ্ধার করা হয়। মেহেদী রাজধানীর আগারগাঁওয়ের জাফর আহমেদের ছেলে। তার বাবা পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন কর্মী। আকাশ ব্যাংকটাউন পশ্চিমপাড়ার বাবুল হোসেনের ছেলে এবং রাজন রাজধানীর কুড়িল বিশ্ব রোডের তিন শ’ ফুট এলাকার আনোয়ার হোসেনের ছেলে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরীতে গোসল করতে নেমে ধানমন্ডি আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের ওই তিন সহপাঠী নিখোঁজ হয়।
দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও প্রতিকূল আবহাওয়া এবং প্রবল স্রোতের কারণে শনিবার সন্ধ্যার পর তা বন্ধ করে দেয়া হয়। রবিবার সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরু করে। এর পর একে একে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজারে যুবকের লাশ উদ্ধার ॥ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, মেরিন ড্রাইভ সড়ক থেকে জসিম উদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে ইনানী ফাঁড়ির পুলিশ।