ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা

প্রকাশিত: ০৯:৩৯, ২৫ জুলাই ২০১৯

 পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা

স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। এছাড়া এখন থেকে অফিস ফাঁকি দিলেই বেতন কাটা হবে। বুধবার সকালে আঙ্গুলের ছাপ দিয়ে ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জানা গেছে, এখন থেকে অফিসে প্রবেশ ও বের হওয়ার সময় কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরায় আঙ্গুলের ছাপ দিতে হবে। শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে দশটি ভবনে ডিজিটাল হাজিরার ব্যবস্থা থাকবে। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হচ্ছে। ওদিন থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সকালে অফিসে প্রবেশের সময় এবং ছুটি শেষে যাওয়ার সময় বাধ্যতামূলক ডিজিটাল হাজিরা দিতে হবে। এ নিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। সব ক্ষেত্রেই ডিজিটালাইজেশন হচ্ছে।
×