ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ার বন্যা এলাকা পরিদর্শন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৭, ২৩ জুলাই ২০১৯

 বগুড়ার বন্যা এলাকা পরিদর্শন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম এমপি সোমবার বিকেলে সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। তারা বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আব্দুল মান্নান, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, সরকার দুর্যোগ মোকাবেলা ও বন্যার্তদের দুর্ভোগ লাঘবে সকল প্রস্তুতি নিয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এছাড়াও বন্যা পরবর্তী কৃষি মোকাবেলায় কৃষকদের সহায়তা করা হবে। পানি সম্পদ উপমন্ত্রী সারিয়াকান্দি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মসূচী দেখেন। পাউবোর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বন্যার সার্বিক অবস্থা বর্ণনা করেন। এর আগে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন।
×