ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার থেকে শুরু জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা

প্রকাশিত: ০৯:৩১, ২১ জুলাই ২০১৯

মঙ্গলবার থেকে শুরু জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও আরডিডিএল এর পৃষ্ঠপোষকতায় আগামী মঙ্গলবার থেকে ঢাকার পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতার ২৬তম আসর। এবারের প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের বিভিন্ন জেলা থেকে বালক ও বালিকা দুই বিভাগে ২০০ কুস্তিগীর অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় বালকরা লড়বে ৪১-৪৫, ৪৮, ৫১, ৫৫, ৬০, ৬৫, ৭১, ও ৮০ কেজি মোট ৮টি ওজন শ্রেণীতে। বালিকারা লড়াই করবে ৩৬-৪০, ৪৩, ৪৬, ৪৯, ৫৩, ৫৭, ৬১, ৬৫ কেজি মোট ৮টি ওজন শ্রেণীতে। প্রতিযোগিতা উপলক্ষে রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবস্থিত ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরডিডিএল-এর চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান, সিআইপি, ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ, সদস্য একেএম আব্দুল মবিন ও মাসুদুর রহমান মুন্নাসহ অন্যরা। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে ট্রফি ও মেডেলের পাশাপাশি পদকপ্রাপ্ত খেলোয়াড়দের বৃত্তি প্রদান করা হবে। আর সোমবার বিকেল ৪টা হতে ফেডারেশনে র কক্ষে অংশ গ্রহনকারী খেলোয়াড়দের দৈহিক ওজন গ্রহন করা হবে।
×