ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় সড়ক সংস্কার দাবি

প্রকাশিত: ০৯:১১, ১১ জুলাই ২০১৯

 গাইবান্ধায় সড়ক সংস্কার দাবি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১০ জুলাই ॥ সদর উপজেলার ত্রিমোহনী থেকে ফুলছড়ি উপজেলা সদর কালীর বাজার রাস্তাটি বেহাল। সামান্য বৃষ্টিতেই ৪ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই মাটির সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ায় পথ চলাচলে যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সড়কটি পাকাকরণের দাবি স্থানীয় জনগণের দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেদিকে কোন নজর নেই। উল্লেখ্য, ত্রিমোহনীর পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশ দিয়ে এ সড়কটি আলাই নদী ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অতিক্রম করে ফুলছড়ি উপজেলা সদর কালীর বাজারে গিয়ে সংযুক্ত হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন এলাকার ৬ গ্রামের মানুষ ও অসংখ্য যানবাহন ফুলছড়ি উপজেলা সদরসহ গাইবান্ধা জেলা সদরে যাতায়াত করে। সড়কটি এতই অসমতল ও এবড়োথেবড়ো যে, সন্ধ্যার পর একটু অন্ধকারে হেঁটে চলাচল করতে হোঁচট খেতে হয়।
×