ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে বরযাত্রী বহরে হামলা ॥ আহত ৮

প্রকাশিত: ০৯:২৩, ৮ জুন ২০১৯

 জামালপুরে বরযাত্রী বহরে হামলা ॥ আহত ৮

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৭ জুন ॥ বকশীগঞ্জ উপজেলায় বরযাত্রীর বহরে হামলা চালিয়ে নববধূকে ছিনিয়ে নেয়ার চেষ্টা এবং বহরের কয়েকজন নারীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় বহরের অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় বরযাত্রীর বহরে থাকা বরের চাচা আহত মোঃ সাইফুল ইসলাম জানান, তার ভাতিজা মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান ১২ মে একই উপজেলার মেরুরচর গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। কনেকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নেয়ার ধার্য দিন অনুযায়ী ঈদের পরের দিন বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে তাদের আনুষ্ঠানিকতা সারেন। পরে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে তারা কনেকে মেরুরচর গ্রামের বাড়ি থেকে নিয়ে হেঁটে বর মিজানুরদের বাড়ি রবিয়ারচর গ্রামে যাচ্ছিলেন। পথে মেরুরচর বাজারে একদল দুর্বৃত্ত বরযাত্রীর বহরে হামলা চালিয়ে কনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বরযাত্রীর বহরের লোকজন বিষয়টি টের পেয়ে একটি মোটরসাইকেলে করে বর ও কনেকে দ্রুত সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেন। হামলাকারীরা কনেকে না পেয়ে তারা বরযাত্রীর বহরে থাকা ২০/২৫ জনের ওপর হামলা চালায়। হামলায় অন্তত আটজন আহত হন। মেরুরচর বাজার ও আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে গেলে হামলাকারীরা বরযাত্রীর বহরে থাকা কয়েকজন নারীর কাছ থেকে বেশকিছু স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বরের চাচা মোঃ সাইফুল ইসলাম আরও বলেন, মেরুরচরের এক যুবক কনেকে বিয়ের আগে থেকেই উত্ত্যক্ত করত। আমাদের ধারণা ওই যুবকের নেতৃত্বেই বরযাত্রীর বহরে হামলার ঘটনা ঘটেছে।
×