ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্থিক খাতের আধিপত্যের দিনে শেয়ারবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৭:৩৬, ৩০ মে ২০১৯

 আর্থিক খাতের আধিপত্যের দিনে  শেয়ারবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ উল ফিতর উপলক্ষে শেয়ারবাজারে ছুটি শুরু হচ্ছে আজ শুক্রবার। এই ছুটি শুরুর আগের দিন বৃহস্পতিবার শেয়ারবাজারের সূচকের উত্থানে লেনদেন শে হয়েছে। শেয়ার বিক্রির চাপ কমে যাওয়ার কারণে সূচকের উর্ধগতি বজায় ছিল। তবে আর্থিক খাতের কোম্পানিগুলো দিনটিতে আধিপত্য বজায় রেখেছে। একইসঙ্গে প্রকৌশল খাতের ইস্টার্ন কেবল ও জেএমআই সিরিঞ্জের চাহিদা বেড়েছে। লভ্যাংশ ঘোষণার খবরে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রিমিয়ার লিজিংয়ের। বাজার পর্যালোচনায় দেখা গেছে, শেয়ার বিক্রি করে টাকা উত্তোলনের সুযেগা না থাকায় শেয়ার বিক্রির অতিরিক্ত চাপ ছিল না। যার কারণে সারাদিনই সূচকের উর্ধগতি বজায় ছিল। দিনটিতে ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি কম ছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে বেড়েছে। সকালে উর্ধগতি দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ ও ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২১৪ ও ১ হাজার ৮৭৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি টাকা। যা আগের দিন থেকে ৯৩ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩২ কোটি টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে ১৮০টির বা ৫২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১১৫টি বা ৩৩ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি বা ১৫ শতাংশ কোম্পানির। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। এদিন কোম্পানিটির ২৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের ১৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। সার্বিক লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে - ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ফরচুন সুজ, এসকে ট্রিমস, গ্লোবাল ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার এবং নিউ লাইন ক্লোথিংস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৯২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। ৪২ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×