ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলোচিত খবর ॥ সম্প্রতি আলোচিত সব বিষয় নিয়ে লিখেছেন- অয়ন কান্তি সেন

প্রকাশিত: ০৯:১৭, ৩০ মে ২০১৯

 আলোচিত খবর  ॥ সম্প্রতি আলোচিত সব বিষয় নিয়ে লিখেছেন- অয়ন কান্তি সেন

অজয়ের পিতৃবিয়োগ বাবা ছিলেন স্টান্ট ডিরেক্টর আর ছেলেকে বানিয়েছিলেন অভিনেতা। রাতারাতি ছেলে বনে যান জনপ্রিয় বলিউড তারকা হিসেবেও। বলছিলাম অজয় দেবগনের কথা। বলিউডের অভিনেতা অজয় দেবগনের বাবা বীরু দেবগন। পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমালেন অচিন দেশে। যেখান থেকে কোনদিন আর ফিরে আসা সম্ভব নয়। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। পরিবারের বরাত দিয়ে জানা যায় যে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন বীরু দেবগন। অমৃতসরে জন্ম নেয়া বীরু ইন্ডাস্ট্রিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। প্রায় ৮০টির মতো ছবিতে তিনি কাজ করেছেন। তাঁর চার সন্তানের মধ্যে অজয়ই অভিনেতা। বীরুর মৃত্যুতে যেন শোকে স্তব্ধ গোটা বলিউড পাড়া। . তার কাছে বিষয়বস্তুই সব ক্যারিয়ারের এই মুহূর্তে দাঁড়িয়ে ছবির বিষয়বস্তুই সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কীর্তি কুলহারি। সম্প্রতি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস প্লিজ’-এর মাধ্যমে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন কীর্তি। ‘মায়া’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন তিনি। একাধারে ছবি, ওয়েব সিরিজ, শর্ট ফিল্মে কাজ করে কীর্তির উপলব্ধি, ‘আমার কাছে ছবির বিষয়বস্তুই শেষ কথা। ভাল ভাল প্রজেক্টের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’ কীর্তি সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য বার্ড অব ব্লাড’ ওয়েব সিরিজের শূটিং শেষ করলেন রাজস্থানে। এছাড়াও একটি নতুন ছবিতে তাঁকে মিউজিক ব্যান্ডের সদস্যের চরিত্রে দেখা যাবে। . রণবীরের নতুন ছবি সঞ্জয়লীলা বনশালি, জোয়া আখতার, কবীর খানের মতো প্রথম সারির পরিচালকদের পছন্দের পয়লা নম্বরে রণবীর। যশ রাজ ফিল্মসের ব্যানারে নতুন ছবি ‘জয়েশভাই জোরদার’-এর মুখ্য ভূমিকায় থাকছেন তিনি। পরিচালনা করছেন নবাগত দিব্যাং ঠক্কর। কমেডি ঘরানার ছবি। রণবীরের কথা মাথায় রেখেই লেখা হয়েছে ছবির গল্প।
×