ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজ ক্ষেতে আগুন দেয়া সেই কৃষকের ধান কেটে দিল শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৮:৫৬, ১৬ মে ২০১৯

 নিজ ক্ষেতে আগুন দেয়া সেই কৃষকের ধান কেটে দিল শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৫ মে ॥ পাকা ধানে আগুন দেয়া সেই কৃষক আব্দুল মালেক সিকদারে ধান কেটে দিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে জেলার কয়েকটি কলেজের ১৫ শিক্ষার্থী পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামে গিয়ে কৃষক আব্দুল মালেক সিকদারের ক্ষেত থেকে ধান কেটে দেন। শ্রমিক সঙ্কট, মূল্য বৃদ্ধি ও ধানের দাম কম হওয়ায় আব্দুল মালেক প্রতীকী প্রতিবাদ হিসেবে তার ধান ক্ষেতে আগুন দেন। এ খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়। ধান কাটতে যাওয়া শিক্ষার্থীরা জানান, এবার টাঙ্গাইল অঞ্চলে ধান কাটা শ্রমিকের মজুরি অনেক বেশি। অপরদিকে ধানের দাম কম। তাই কৃষকের অনেক কষ্ট। রাগে ক্ষোভে কৃষক মালেক সিকদার নিজের জমিতে পাকা ধানে আগুন দিয়েছিলেন। তার প্রতি, তথা সমগ্র কৃষকের প্রতি প্রতীকী সমবেদনা এবং তাদের দুঃখে ভাগি হতে তারা ধান কেটে দিতে এসেছেন। ধান কাটতে আসা শিক্ষার্থীরা সরকারী করটিয়া সা’দত কলেজ, মাওলানা মোহাম্মদ আলী কলেজ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজে লেখাপড়া করেন।
×