ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী বাবুল মুখে কলম নিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে

প্রকাশিত: ০৯:০৭, ১২ মে ২০১৯

 প্রতিবন্ধী বাবুল মুখে কলম নিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১১ মে ॥ মেধাবী প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষার্থী বাবুল হোসেন মুখ দিয়ে কলম আকড়ে ধরে পরীক্ষা দিয়েছে। হাত দুটো তার জন্মগতভাবে বাঁকা। সে হাতেও নেই কোন ধরনের শক্তি। তাই বাবুল মুখ দিয়ে কলম আকড়ে ধরে জেলার হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন সরকারী কলেজ কেন্দ্রে হতে বাংলাদেশ কারিগরি বোর্ড, ঢাকার অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী গ্রামের আবদুল করিম মিয়ার পুত্র । দুই ভাই তিন বোনের মধ্যে বাবুল কনিষ্ঠ। কনিষ্ঠ ছেলে বাবুল প্রতিবন্ধী হওয়ায় দুশ্চিন্তায় বাবা- মা। কিন্তু কিছুতেই পিছিয়ে পড়েনি বাবুল। লেখাপড়া শুরু করে। মুখের ভেতর দাঁত দিয়ে কলম আকড়ে ধরে লেখার কৌশল রপ্ত করে। প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। ইচ্ছা ও মেধা শক্তি দিয়ে বাবুল এগিয়ে চলছে। এই অদম্য মেধাবী বাবুল হোসেন প্রাথমিক সমাপনী, জুনিয়র সার্টিফিকেট ও এসএসসি পরীক্ষায় তার মেধার পরিচয় দিয়েছে। সবগুলো সার্টিফিকেট পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে সে হাতীবান্ধা উপজেলার বড়খাতা টেনিক্যাল বিএম কলেজে এইচএসসিতে ভর্তি হয়। কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, অন্য সাধারণ ছাত্র/ছাত্রীদের সঙ্গে বেঞ্চে বসে মুখে দাঁত দিয়ে কলম আঁকড়ে ধরে উত্তর পত্র লিখে পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্র সচিব রেজাউল করিম প্রধান জুয়েল বলেন, বাবুলসহ আমার এ কেন্দ্রে মোট ৩ প্রতিবন্ধী পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিবন্ধী হিসেবে তাদের বিশেষ সুবিধার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু তারা অন্য সাধারণ পরিক্ষার্থীর ন্যায় সহাবস্থানে থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়মেই পরীক্ষা দিচ্ছে।
×