ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় দুই যুবককে ব্ল্যাকমেল করে ছিনতাই

প্রকাশিত: ০৯:১৩, ১১ মে ২০১৯

 বগুড়ায় দুই যুবককে  ব্ল্যাকমেল করে  ছিনতাই

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় দুই তরুণকে এক তরুণী দিয়ে ফুঁসলিয়ে ডেকে নিয়ে গিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ শুক্রবার দুপুরে ব্ল্যাকমেল চক্রের এক জনকে গ্রেফতার করলেও অজ্ঞাত কারণে তার নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছে। দুই যুবকের নিকট থেকে নগদ টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করা হয়। সূত্র জানায়, বগুড়ার ধুনট থানার নিমগাছী এলাকার ইকবাল নামে এক যুবক বিদেশ থেকে ভাইয়ের পাঠানো টাকা তুলতে বৃহস্পতিবার দুপুরে শহরের কবি নজরুল ইসলাম সড়কের একটি ব্যাংকে আসেন। এ সময় তার সঙ্গে একই এলাকার বাবু নামে অপর এক যুবক ছিল। প্রবাসী ভাইয়ের টাকা নিয়ে ফেরার পথে শহরের সাতমাথা এলাকায় মোবাইল ফোনে পরিচয় সূত্র ধরে ইকবাল এক তরুণীর খপ্পরে পড়েন বলে পরিবারের একটি সূত্র জানায়। পরে দুই যুবককে ওই তরুণী ফুঁসলিয়ে শাজাহানপুরের ফুলদিঘী এলাকার একটি বাড়িতে নেয়। সেখানে ব্ল্যাকমেলকারী চক্রের ৩ যুবক এসে ইকবাল ও বাবুকে ভয় দেখিয়ে ও ব্ল্যাকমেল করে ৩৫ হাজার টাকা ও ২টি মোবাইল ছিনিয়ে নেয়। শুক্রবার এ বিষয়ে ভুক্তভোগী যুবকের পরিবারের লোকজন শাজাহানপুর থানায় অভিযোগ করে। এর প্রেক্ষিতে শাজাহানপুরের কৈগাড়ি থানা পুলিশ এক যুবককে আটক করেলও ফাঁড়ির ইনচার্জ ব্ল্যাকমেল চক্রের গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম জানাতে অস্বীকৃতি জানান। সূত্র জানায়, ওই ব্যক্তি শাজাহানপুরের এক কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর সদস্য। বাহিনী প্রধানের ব্যাপক প্রভাব রয়েছে।
×