ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কন্টাকে বিদায় করলেন সিমোনা

প্রকাশিত: ১০:০৩, ৯ মে ২০১৯

 কন্টাকে বিদায় করলেন সিমোনা

জিএম মোস্তফা ॥ জয়রথ থেমে গেল জোহানা কন্টার। দ্বিতীয়পর্বের ম্যাচে সিমোনা হ্যালেপের কাছে হেরে মাদ্রিদ ওপেন থেকে ছিটকে যান তিনি। মঙ্গলবার রোমানিয়ান তারকা সিমোনা হ্যালেপ ৭-৫ এবং ৬-১ গেমে পরাজিত করেন ব্রিটিশ প্রতিনিধি জোহানা কন্টাকে। হ্যালেপের সঙ্গে মাদ্রিদ ওপেনের শেষ ষোলোর টিকেট কেটেছেন নাওমি ওসাকাও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় ওসাকা এদিন রাউন্ড অব ৩২-এর ম্যাচে কঠিন লড়াই করে ৭-৬ (৭/৫), ৩-৬ এবং ৬-০ গেমে হারিয়েছেন সোরিবেস টোর্মোকে। সেই সঙ্গে প্রথমবারের মতো মাদ্রিদ ওপেনের ফ্রি-কোয়ার্টারে জায়গা করে নিয়েছেন তিনি। তবে হ্যালেপ-ওসাকার জয়ের দিনে সমর্থকদের হতাশ করেছেন এ্যাঞ্জেলিক কারবার। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন জার্মান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। মাদ্রিদ ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ। শিরোপা জয়ের লড়াইয়ে এবারও দুর্বার গতিতে ছুটছেন তিনি। টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন রোমানিয়ান তারকা। দ্বিতীয়পর্বের ম্যাচে জোহানা কন্টাকে হারিয়ে টানা চারবার এই টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট কেটেছেন সিমোনা হ্যালেপ। কন্টাকে হারিয়ে দারুণ খুশি রোমানিয়ান তারকা। ম্যাচের শেষে তৃতীয় বাছাই হ্যালেপ বলেন, ‘মাদ্রিদে যখন আসি প্রতিবারই খুব ভাল অনুভব করি। এবারও তার ব্যতিক্রম নয়। আর জয়ের পরও খুব ভাল লাগছে। সত্যি কথা বলতে, আমার জন্য এই জায়গাটা বিশেষ কিছু। মাদ্রিদে অসংখ্য বন্ধুদের আগমন ঘটে। তাদের সামনে খেলাটা আসলেই অন্যরকম। মনে হবে বাড়ির মতো। আর ভাল খেলার অনুপ্রেরণাও জাগবে।’ জয়টা মোটেও সহজে আসেনি হ্যালেপের। প্রতিপক্ষকে হারাতে এদিন তার সময় লাগে ১ ঘণ্টা ২৮ মিনিট। এ প্রসঙ্গে টুর্নামেন্টের তৃতীয় বাছাই হ্যালেপ বলেন, ‘আমি মনে করি, আজকের ম্যাচটা খুব ভাল হয়েছে। কেননা আমরা উভয়েই ভাল খেলেছি। শেষের দিকে মানসিকভাবে আমি শক্তিশালী হয়ে যাই এবং ছন্দও ফিরে পাই। যে কারণেই আমার জন্য দিনটা খুব ভাল ছিল। তবে আমার জন্য এটা সবসময়ই ভাল টুর্নামেন্ট।’ তৃতীয়পর্বে সিমোনা হ্যালেপের প্রতিপক্ষ ভিক্টোরিয়া কুজমোভা। স্লোভাকিয়ার এই টেনিস তারকা এবার দুর্দান্ত খেলছেন মাদ্রিদে। টানা দুই ম্যাচে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৩০-এ থাকা দুই খেলোয়াড়কে হারিয়েছেন তিনি। ১৬তম বাছাই জুলিয়া জর্জেস এবং স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়েই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন তিনি। তবে হ্যালেপের বিপক্ষে তার এটাই হবে প্রথম ম্যাচ। এ প্রসঙ্গে রোমানিয়ান তারকা বলেন, ‘আমরা এর আগে কখনই একে অপরের মুখোমুখি হইনি। যে কারণে কুজমোভা কিভাবে খেলে সে ব্যাপারে আমার কোন অভিজ্ঞতা নেই। তাই আমার সামনে এটা কঠিন চ্যালেঞ্জ। তবে আমার লক্ষ্য থাকবে নিজের ওপরই। আর নিজের খেলার ওপর যদি পুরো মনোযোগটা রাখতে পারি তাহলেই আমার সুযোগ আছে বলে মনে করি আমি।’ হ্যালেপের সামনে এবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়ার দারুণ সুযোগ। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেই নাওমি ওসাকার জায়গা দখল করবেন তিনি। তবে ওসাকাকে বিদায় নিতে হবে সেমিফাইনালের আগে। কিন্তু নাওমি ওসাকা অবশ্য মাদ্রিদের ক্লে-কোর্টে বেশ ভালই লড়াই করছেন। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছেন তিনি। প্রথম রাউন্ডের ম্যাচে ডোমিনিকা সিবুলকোভাকে হারানোর পর দ্বিতীয়পর্বে বিদায় করেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা সারা সোরিবেস টোর্মোকে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই নাওমি ওসাকা এদিন সোরিবেস টোর্মোকে হারিয়ে প্রথমবারের মতো মাদ্রিদ ওপেনের শেষ ষোলোর টিকেট কাটেন। এই ম্যাচ জিতে দারুণ খুশি ওসাকা। টানা দুইবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন ওসাকার সামনে প্রতিপক্ষ এখন আলিয়াকসান্দ্রা সাসনোভিচ। সেই ম্যাচেও জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী ওসাকা। এদিকে দুই তারকার জয়ের দিনে মাদ্রিদ থেকে বিদায় নিয়েছেন ক্যারোলিনা পিসকোভা। চেক তারকাকে এদিন বিদায়ের স্বাদ উপহার দিয়েছেন ক্যাটরিনা কোজলোভা। আর জার্মানির এ্যাঞ্জেলিক কারবার না দ্বিতীয় রাউন্ডের ম্যাচে না খেলেই সরে দাঁড়িয়েছেন। তবে জয় নিয়েই পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন ডোনা ভেকিচ, ক্যারোলিন গার্সিয়া এবং জ্যাং সাইসাই।
×