ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেয়ার্নের জয়, ডর্টমুন্ডের ড্র

প্রকাশিত: ১২:১৫, ৬ মে ২০১৯

 বেয়ার্নের জয়, ডর্টমুন্ডের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় টানা ছয়বারের চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। শিরোপা ধরে রাখার পথে এবার শুরুতেই ধাক্কা খেয়ে বসেছিল তারা। তবে শেষ পর্যন্ত সব সংশয় উড়িয়ে দিয়ে টানা সপ্তম শিরোপা জয়ের পথে হাঁটছে বেয়ার্ন মিউনিখ। সেই পথে শনিবার হ্যানোভারকেও পরাজিত করেছে তারা। নিজেদের মাঠে বেয়ার্ন মিউনিখ এদিন ৩-১ গোলে হারিয়েছে হ্যানোভারকে। তবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা জয় পেলেও এদিন ড্র করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। ওয়ের্ডার ব্রেমেনের মাঠে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারায় তারা। এর ফলেই টানা সপ্তাম শিরোপা জয়ের পথটা আরও সহজ হয়ে গেছে বেয়ার্নের। কেননা মৌসুমের ৩২ ম্যাচ শেষে বেয়ার্নের দখলে এখন ৭৪ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে ৭০ পয়েন্ট সংগ্রহ করেছে ডর্টমুন্ড। অর্থাৎ এই মুহূর্তে দুই দলের পয়েন্ট ব্যবধান চার। হ্যানোভারের বিপক্ষে এদিন গোলের সূচনা করেন রবার্ট লেভানডোস্কি। ম্যাচ শুরুর ২৭ মিনিটে করা তার গোলেই প্রথম এগিয়ে যায় স্বাগতিকরা। ৪০ মিনিটে বেয়ার্নের গোল ব্যবধান দ্বিগুণ করেন লিওন গোরেজকা। এর ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পেনাল্টিতে গোল করে হ্যানোভারকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন ডি জেসসু।
×