ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করিমগঞ্জে ট্রাক্টর চাপায় আরোহী নিহত

প্রকাশিত: ০৯:২৩, ৬ মে ২০১৯

করিমগঞ্জে ট্রাক্টর চাপায় আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ মে ॥ জেলার করিমগঞ্জে মালবাহী ট্রাক্টর চাপায় আউয়াল মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর দুই যাত্রী আহত হয়েছে। রবিবার সকালে কিশোরগঞ্জ-চামটা সড়কের জঙ্গলবাড়ী মহিলা কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জেলার হাওড় অধ্যুষিত ইটনা উপজেলার বরিবাড়ী শিমুলবাগহাটি গ্রামের আলী হোসেনের ছেলে আউয়াল মিয়া সঙ্গীয়দের নিয়ে মোটরসাইকেলে করে করিমগঞ্জের চামটা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে মালবাহী ট্রাক্টরটি কিশোরগঞ্জ থেকে চামটা নৌ-বন্দরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে করিমগঞ্জের জঙ্গলবাড়ী মহিলা কলেজের সামনের সড়কে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আউয়ালকে মৃত ঘোষণা করেন। বাউফলে শিশু নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, এলজিইডির সড়ক নির্মাণকালে রোলার চাপা পড়ে রাফিয়া নামের তিন বছরের এক শিশু মারা গেছে। তার বাবার নাম জামাল হোসেন খান। বাউফলের কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া গ্রামে রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, পূর্ব কালাইয়া তারঘাটা থেকে কালাইয়া লঞ্চ ঘাট পর্যন্ত তিন কিলোমিটার একটি সড়কের নির্মাণ কাজ চলছিল। রোদেলা এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান ওই কাজ করছিল। ঘটনার দিন সকাল ১০টায় ওই সড়কের চরকান্দা এলাকায় রোলার দিয়ে খোয়া লেবেলের কাজ করার সময় ড্রাইভার নুর হোসেন রোলারটি খানিক সামনে নিয়ে আবার পিছনের দিকে চলে আসলে এ সময় রাফিয়া নামের ওই শিশুটি রোলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। কর্ণফুলীতে যুবক নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের ফকিরনীরহাট আল নোমান কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল হলেন আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী কাজীর বাড়ির কাজী মফিজ উল্লাহর পুত্র। দৌলতপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা দৌলতপুর কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নুরী খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী নুরী খাতুন সন্তানকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নুরী খাতুন নিহত হন। তবে প্রাণে বেঁেচ যায় নুরী খাতুনের সন্তান।
×