ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে দুটি গ্রুপেরমধ্যে সংষর্ঘ, আহত ২০

প্রকাশিত: ০৭:৩৩, ২৯ এপ্রিল ২০১৯

আড়াইহাজারে দুটি গ্রুপেরমধ্যে সংষর্ঘ, আহত ২০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার মারুয়াদী এলাকায় মহিবুর রহমান ও দীল মোহাম্মদের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মহিবুর রহমান ও দীল মোহাম্মদের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ১৪ শতাংশ আবাদী জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার শালিসী ঠৈবক বসলেও কোন সমাধান হয়নি। সোমবার সকালে বিরোধপূর্ণ জমিটিতে সীমানা পিলার বসাতে গেলে এক পক্ষ অপর পক্ষকে বাধা দেয়। এতে তাদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে সংঘর্ষের রূপ নেয়। ঐ সময় দুপক্ষের মধ্যে ধারালো চাপাতি, দা, ছোরা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ আহত হয়। আহতদের মধ্যে লোকমান হোসেন, আজিজুল হক, মহিবুর রহমান, হাবিবুর রহমান, রাকিব, দীল মোহাম্মদ, জহিরুল, তোফাজ্জল হেসেন, বাদল, মাসুম, আল মাহাবুব, লেহাজুদ্দিন ও সুরিয়া আক্তারকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত লোকমান হোসেন ও আজিজুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুই পক্ষই জকি সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×