স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন বিদ্যুত সংযোগ দেয়ার নামে গ্রাহকদের কাছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার কুচিয়া মোড় ও যুগিপাড়া এলাকার ১শ’ ৮০ পরিবার বিদ্যুত সংযোগের জন্য আবেদন করার পরও বিদ্যুত সংযোগ পায়নি। ফলে, ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুত সংযোগের দাবিতে প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল হাকিম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগকৃত ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে বিদ্যুত সংযোগের নামে পরিবার প্রতি ৪ হাজার ২শ’ টাকা করে উৎকোচ গ্রহণ করার পরও আরও ৮শ’ টাকা করে দেয়ার চাপ প্রয়োগ করে। অন্যথায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রান্সফরমার, মিটারসহ আনুষঙ্গিক কাজ করবে না মর্মে সাফ জানিয়ে দিলে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। যুগিপাড়া গ্রামের আবদুল ওহাব, আবদুল খালেক, হারুন উর রশিদ, রফিক কুচিয়া মোড় এলাকার নুর ইসলাম, বুধারু, সতিশ অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্যের মাধ্যমে আমরা বিদ্যুত সংযোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করি। তারা আরও অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল হাকিম খরচের বাইরে ঠিকাদারকে দেয়ার নাম করে পরিবার প্রতি ৪ হাজার ২শ’ টাকা করে গ্রহণ করে। এখন আরও ৮শ’ টাকা করে দাবি করছে। এ টাকা না দিলে বিদ্যুত সংযোগ পাব না বলে ওই আওয়ামী লীগ নেতা জানিয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি টাকা নেয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঠিকাদারকে টাকা না দিলে ট্রান্সফরমার, মিটার ও বিদ্যুত সংযোগ দিচ্ছে না। তাই ২০/৩০টি পরিবারের কাছ থেকে অল্প কিছু টাকা নেয়া হয়েছে। এখনও অনেকে টাকা না দেয়ায় ঠিকাদার বিদ্যুত সংযোগ দিচ্ছে না।
পঞ্চগড়ে উৎকোচ দিয়েও বিদ্যুত পায়নি ১৮০ পরিবার
প্রকাশিত: ০৮:৪৫, ২৯ এপ্রিল ২০১৯
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: