ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নুসরাতের পরিবারের ৫ লাখ টাকার ঋণ মওকুফ

প্রকাশিত: ১২:৪৯, ২৮ এপ্রিল ২০১৯

নুসরাতের পরিবারের ৫ লাখ টাকার ঋণ মওকুফ

বিডিনিউজ ॥ ফেনীর নুসরাত জাহান রাফির মায়ের নেয়া পাঁচ লাখের বেশি টাকা মওকুফ করে দিয়েছে একটি বেসরকারী সংস্থা। ‘ব্যুরো বাংলাদেশ’ নামের সংস্থাটির সোনাগাজী শাখার সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার কাজী মোঃ ইয়াদ আলী ও বক্তারমুন্সী শাখার ব্যবস্থাপক লুৎফুর রহমান শুক্রবার নুসরাতের বাড়ি গিয়ে বিষয়টি তাদের পরিবারকে জানান। নুসরাতের মা শিরীন আখতারের নামে নেয়া ওই অর্থের পরিমাণ হলো ৫ লাখ ১২ হাজার ৪শ’ টাকা। লুৎফুর রহমান বলেন, রাফির মৃত্যু দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হয়। ব্যুরো বাংলাদেশ থেকে তার পরিবার সম্প্রতি ৪ লাখ ও নেয়া টাকা সুদসহ দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৪শ’। সর্বমোট ঋণের পরিমাণ হয় ৫ লাখ ১২ হাজার ৪শ’ টাকা। এ ঘটনায় সংস্থার পরিচালনা পর্ষদ জরুরী সভা আহ্বান করে। সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঋণ মওকুফের সিদ্ধান্ত হয়।
×